ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে বেলজিয়াম, আসছে ইসরায়েলের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা
প্রকাশিত: সেপ্টেম্বর ০২, ২০২৫, ১০:৩৫ রাত

ছবি: সংগৃহিত
ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে বেলজিয়াম। পাশাপাশি ইসরায়েল সরকারের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপের কথাও জানিয়েছে দেশটি।
মঙ্গলবার বেলজিয়ামের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রিভোট সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে বলেন, আসন্ন জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে বেলজিয়াম। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে অন্তত ১২টি কঠোর নিষেধাজ্ঞা কার্যকর করা হবে। এর মধ্যে রয়েছে- দখলকৃত ফিলিস্তিনি বসতি থেকে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা এবং ইসরায়েলি কোম্পানির সঙ্গে সরকারি ক্রয়নীতি পুনর্বিবেচনা।
প্রিভোট জানান, ফিলিস্তিনে ভয়াবহ মানবিক পরিস্থিতি বিশেষ করে গাজার সংকটই এই সিদ্ধান্ত নেওয়ার প্রধান কারণ।
এর আগে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ ঘোষণা দিয়েছিলেন, তার দেশও আগামী ৯ থেকে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এ সময় আরও কয়েকটি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ইঙ্গিত দিয়েছে, যদিও কেউ কেউ এ ক্ষেত্রে শর্তও জুড়ে দিয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিল পর্যন্ত ১৪৭টি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। যা জাতিসংঘ সদস্য দেশগুলোর প্রায় ৭৫ শতাংশের প্রতিনিধিত্ব করে।
বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ৬৩ হাজার ৪৫৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখ ৬০ হাজারের বেশি মানুষ। এর আগে জুলাইয়ে বেলজিয়ামের প্রসিকিউটররা গাজায় নৃশংসতা চালানোর অভিযোগে ইসরায়েলের দুই সেনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে যুদ্ধাপরাধের মামলা দায়ের করে।
বাংলাধারা/এসআর