গাজা অভিমুখী সুমুদ ফ্লোটিলায় উড়ছে লাল-সবুজের পতাকা
প্রকাশিত: অক্টোবর ০১, ২০২৫, ০৮:৫০ রাত

ছবি: সংগৃহিত
মানবিক সহায়তা নিয়ে গাজার উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক নৌবহর **গ্লোবাল সুমুদ ফ্লোটিলা**। ৪৪টি দেশের ৫৫টি জাহাজের এই বহরে এবার উড়ছে বাংলাদেশের লাল-সবুজ পতাকা।
ফ্লোটিলার একমাত্র বাংলাদেশি প্রতিনিধি হিসেবে রয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী **শহিদুল আলম**। তিনি সেখান থেকে লাল-সবুজ পতাকা হাতে ছবি শেয়ার করে দেশবাসীকে এ অভিযাত্রায় সম্পৃক্ততার বার্তা পৌঁছে দিয়েছেন।
যুদ্ধবিধ্বস্ত গাজার মানুষের কাছে খাদ্য ও ত্রাণসামগ্রী পৌঁছে দিতে গঠিত এই বহরে রয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সাংবাদিক, শিল্পী, মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীরা। তাদের লক্ষ্য শুধু সহায়তা পৌঁছে দেওয়া নয়, বরং আন্তর্জাতিক মহলের নীরবতার মাঝে বিশ্ব নেতাদের বিবেক জাগ্রত করাও।
এদিকে, নৌবহরকে থামাতে গত কয়েক দিন ধরে মরিয়া চেষ্টা চালায় ইসরায়েলের নৌবাহিনী। ভূমধ্যসাগরে তৎপরতা চালিয়েও শেষ পর্যন্ত তারা সুমুদ ফ্লোটিলাকে আটকাতে ব্যর্থ হয়। ফলে বহরটি বর্তমানে গাজার উপকূলের কাছাকাছি অবস্থান করছে।
গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মুখপাত্র ওয়ায়েল নাওয়ার সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, “ইসরায়েলের বাধা সত্ত্বেও নৌবহর অগ্রসর হচ্ছে। আশা করা যায়, বৃহস্পতিবারের মধ্যেই গাজার উপকূলে পৌঁছাবে জাহাজগুলো।”
গাজায় যখন মানবিক সহায়তা প্রবেশ বন্ধ করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী, তখনই বিশ্বব্যাপী কবি, সাহিত্যিক, সাংবাদিক, শিল্পী ও মানবাধিকার কর্মীরা সমুদ্রপথে গাজার দিকে এই যাত্রা শুরু করেছেন। তাদের এই পদক্ষেপ বিশ্বজুড়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
বাংলাধারা/এসআর