ঢাকা, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২

কচুক্ষেত-বিজয় সরণি এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করলো ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: মে ১৭, ২০২৫, ০৮:২২ রাত  

রাজধানীর গুরুত্বপূর্ণ কিছু এলাকায় সকল ধরনের সভা-সমাবেশ, মিছিল ও বিক্ষোভ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১৭ মে) এক গণবিজ্ঞপ্তিতে এই নির্দেশনার কথা জানিয়েছে সংস্থাটি।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষা ও জনসাধারণের চলাচলে বিঘ্ন এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং- III/৭৬) এর ২৯ ধারা অনুযায়ী প্রাপ্ত ক্ষমতাবলে আগামী রোববার, ১৮ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, শোভাযাত্রা, মিছিল ও বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ থাকবে।

যেসব এলাকায় নিষেধাজ্ঞা বলবৎ থাকবে:

  • কচুক্ষেত সড়ক
  • বিজয় সরণি থেকে প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত এলাকা
  • বীরশ্রেষ্ঠ শহীদ জাহাংগীর গেট সংলগ্ন এলাকা
  • বিএএফ শাহীন কলেজ থেকে মহাখালী ফ্লাইওভার পর্যন্ত অংশ
  • সৈনিক ক্লাব মোড়
  • ভাষানটেক
  • মাটিকাটা
  • ইসিবি চত্বর ও আশপাশের এলাকাসমূহ

ডিএমপি জানিয়েছে, এই নিষেধাজ্ঞা চলাকালীন জনসাধারণকে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নির্দেশনা অনুসরণ করতে হবে।

বিশ্লেষকদের মতে, চলমান রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে রাজধানীর স্পর্শকাতর এলাকাগুলোতে এমন নিষেধাজ্ঞা জননিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখবে। তবে, কেউ এই নির্দেশনা অমান্য করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে পুলিশ।

জনস্বার্থে এই নির্দেশনা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি, এবং পরিস্থিতি বিবেচনায় পরবর্তী নির্দেশনা দেওয়া হবে।

 

বাংলাধারা/এসআর