সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়টি সক্রিয় বিবেচনায়: অর্থ উপদেষ্টা
প্রকাশিত: মে ২০, ২০২৫, ০৬:০১ বিকাল

ছবি: সংগৃহিত
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা চালুর বিষয়টি এখন ‘সক্রিয় বিবেচনায়’ রয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (২০ মে) সরকারি ক্রয়সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
অর্থ উপদেষ্টা বলেন, “মহার্ঘ ভাতার বিষয়টি আমরা অ্যাকটিভলি কনসিডার করছি। একটি কমিটিকে এর ওপর কাজ করতে বলা হয়েছে। তারা কাজ শুরু করেছে। সম্ভাবনা মোটামুটি ভালো-তবে কিছুটা সময় লাগতে পারে।”
এর আগে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের পর ২০২৪ সালের সেপ্টেম্বর-অক্টোবরে মহার্ঘ ভাতা নিয়ে প্রাথমিক আলোচনা হলেও, তৎকালীন আর্থিক সীমাবদ্ধতার কারণে তা বাস্তবায়নের পথে অগ্রসর হয়নি।
বর্তমানে সরকারি চাকরিজীবীদের মধ্যে দীর্ঘদিন ধরে বেতন কাঠামো হালনাগাদের অভাব নিয়ে অসন্তোষ রয়েছে। সর্বশেষ জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হয় ২০১৫ সালে। এরপর প্রায় এক দশক পেরিয়ে গেলেও নতুন কোনো বেতন কাঠামো প্রণয়ন হয়নি। ফলে ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় মেটাতে মহার্ঘ ভাতার প্রয়োজনীয়তা আরও প্রকট হয়ে উঠেছে।
বৈঠকে অর্থ উপদেষ্টা আরও জানান, সরকারি ক্রয় কমিটির অনুমোদনক্রমে আজকের সভায় এলএনজি, সার ও গমসহ বিভিন্ন পণ্যের কেনাকাটার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
অর্থনৈতিক চাপের মধ্যেও সরকার কর্মজীবীদের জীবনমান রক্ষায় মহার্ঘ ভাতার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে বলে জানান উপদেষ্টা। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সময় মতো এই ভাতা বাস্তবায়িত হলে কর্মীদের ওপর থেকে কিছুটা চাপ কমবে।
বাংলাধারা/এসআর