ঢাকা, রবিবার, ০৩ আগস্ট ২০২৫, ১৯ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ খুলছে আজ, শুরুতে পাঠদান নয়, চলবে কাউন্সেলিং ও সহায়তা কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ০৯:৫০ সকাল  

ছবি: সংগৃহিত

ভয়াবহ বিমান দুর্ঘটনার পর টানা তিন দফায় ছুটি শেষে আজ রোববার সীমিত পরিসরে খুলছে রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। তবে শিক্ষা কার্যক্রম এখনই শুরু হচ্ছে না; আপাতত শিক্ষার্থীদের মানসিক সুরক্ষা ও ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফেরাতে বিশেষ উদ্যোগ নিয়েছে কলেজ কর্তৃপক্ষ।

শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করে কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল বলেন, “আমাদের মূল লক্ষ্য এখন শিক্ষার্থীদের মানসিক স্বস্তি নিশ্চিত করা। এজন্যই আজ কলেজ খোলা হলেও কোনো ক্লাস নেওয়া হবে না।”

তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক চাপ লাঘব ও সঠিক সহায়তা দিতে ক্যাম্পাসে চালু রয়েছে কাউন্সেলিং সেবা। পাশাপাশি, বাংলাদেশ বিমানবাহিনীর তত্ত্বাবধানে একটি চিকিৎসা ক্যাম্পও স্থাপন করা হয়েছে, যেখানে মানসিক ও শারীরিক পরামর্শ দেওয়া হচ্ছে।

কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার ভয়াবহতা এবং এর পরবর্তী প্রভাব বিবেচনায় শিক্ষার্থীদের ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতে ধাপে ধাপে কার্যক্রম চালানো হবে।

এ বিষয়ে এক শিক্ষক বলেন, “ছাত্রছাত্রীরা যেন ভয় বা আতঙ্ক নিয়ে না আসে, সে লক্ষ্যেই প্রথম ধাপে কোনো পাঠদান নয়। আমরা চাই তারা ফিরে আসুক এক স্বস্তিকর পরিবেশে।”

মাইলস্টোন কর্তৃপক্ষের এই মানবিক ও দায়িত্বশীল সিদ্ধান্ত শিক্ষার্থী-অভিভাবক মহলে ইতিবাচক প্রতিক্রিয়া তৈরি করেছে। অনেকেই মনে করছেন, এমন সংকটময় মুহূর্তে এ ধরনের সংবেদনশীলতা ও সহমর্মিতাই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রকৃত মূল্যবোধের প্রকাশ।

বাংলাধারা/এসআর