রাজধানীতে তিনটি সমাবেশ, নিরাপত্তায় মোতায়েন ১৪ হাজার পুলিশ সদস্য
প্রকাশিত: আগস্ট ০৩, ২০২৫, ০২:০১ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর তিন গুরুত্বপূর্ণ স্থানে রাজনৈতিক ও সাংস্কৃতিক সমাবেশ ঘিরে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ রোববার রাজধানীতে প্রায় ১৪ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (অপরাধ ও অভিযান) এস. এন. মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে জানান, “নিরাপত্তার জন্য পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ৮ হাজার নিয়মিত পুলিশের সঙ্গে অতিরিক্ত ৬ হাজার সদস্য যোগ হয়েছে। এছাড়াও সাদা পোশাকেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবেন। আমরা কোনো ধরনের নিরাপত্তা হুমকি দেখছি না।”
আজকের দিনে তিনটি বড় কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শাহবাগ মোড়ে ছাত্রদলের ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের প্রথম বর্ষপূর্তি’ উপলক্ষে ছাত্রসমাবেশ চলছে। বিকেল ৩টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে ‘জুলাই ঘোষণাপত্র ও সনদের’ দাবিতে জনসমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
এছাড়াও সোহরাওয়ার্দী উদ্যানে ১ থেকে ৪ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে সাইমুম শিল্পীগোষ্ঠীর আয়োজনে ৩৬ জুলাই কালচারাল ফেস্ট ‘জুলাই জাগরণ’। আজও অনুষ্ঠানটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।
সমাবেশ ঘিরে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। ট্রাফিক নিয়ন্ত্রণ ও নিরাপত্তার বিষয়ে নগরবাসীকে সহযোগিতা করতে অনুরোধ জানিয়েছে ডিএমপি।
বাংলাধারা/এসআর