ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

রাজনৈতিক মতভেদ নয়, জাতীয় স্বার্থে ঐক্য প্রয়োজন : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৬, ২০২৫, ১০:৩১ রাত  

ছবি: সংগৃহিত

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সব দলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, গণতন্ত্র ও জাতীয় ইস্যুতে দলগুলোর মধ্যে মুখ দেখাদেখি বন্ধ হয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবে দেশ ও জনগণ। তাই ধর্ম, মতাদর্শ, বিশ্বাস যার যাই থাকুক না কেন, রাষ্ট্র সবার, এই চেতনাকে ধারণ করে সকলকে একসাথে কাজ করতে হবে।

বুধবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় র‌্যালির আগে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে তারেক রহমান ভিডিওবার্তায় এসব কথা বলেন। তিনি বলেন, “রাজনৈতিক দলের সদস্যদের বলব, মতভেদ থাকবে, কিন্তু আলোচনার মাধ্যমে তা দূর করতে হবে। জাতীয় স্বার্থে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।”

সমাবেশে তিনি দেশ ও জনগণের কল্যাণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং বলেন, “এই পথচলায় সবার সহযোগিতা ও সমর্থন চাই।”

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠার প্রসঙ্গে তারেক রহমান বলেন, “নিরাপদ বাংলাদেশ গড়ার সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। ফ্যাসিবাদের সময়ে আমরা কেউই নিরাপদ ছিলাম না, না আমরা, না আমাদের সন্তানরা। আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, দেশকে রুদ্ধশ্বাস বন্দিশালায় পরিণত করা হয়েছিল।”

তিনি আরও বলেন, “চব্বিশের আন্দোলনের ফলে যে সম্ভাবনার সৃষ্টি হয়েছে, তা কাজে লাগিয়ে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা গেলে ভবিষ্যতে আর কেউ এদেশে ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ পাবে না। আর কোনো রক্তাক্ত চব্বিশ দেখতে হবে না।”

বিজয় র‍্যালি প্রসঙ্গে তারেক রহমান বলেন, “পতিত ও পলাতক ফ্যাসিস্টদের শাসনে দেশে যে অন্ধকার নেমে এসেছিল, আজকের বিজয় মিছিল সেই অন্ধকার থেকে আলোর পথে যাত্রার সূচনা।”

তার বক্তব্যে গণতন্ত্র, ন্যায়বিচার ও রাজনৈতিক ঐক্যের বার্তা উঠে আসে, যা ভবিষ্যতের বাংলাদেশের জন্য একটি আশাব্যঞ্জক বার্তা বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

বাংলাধারা/এসআর