ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

গাজায় ত্রাণবাহী ট্রাক উল্টে প্রাণ গেল অন্তত ২৫ জনের

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ০৭, ২০২৫, ১০:০৮ দুপুর  

ছবি: সংগৃহিত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ত্রাণ নেওয়ার অপেক্ষায় থাকা মানুষের ভিড়ের ওপর একটি ত্রাণবাহী ট্রাক উল্টে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেক মানুষ। বুধবার (৬ আগস্ট) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে তুর্কি সংবাদ সংস্থা আনাদোলু।

ফিলিস্তিনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ওয়াফা’ জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর চাপের মুখে ত্রাণবাহী ট্রাকটি একটি ঝুঁকিপূর্ণ পথ দিয়ে যেতে বাধ্য হয়। পথটি দুর্গম ও নিরাপত্তাহীন হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ঠিক কোন এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি।

একটি চিকিৎসা সূত্রের বরাতে জানা গেছে, দক্ষিণ গাজার রাফাহ এলাকার পশ্চিমাংশে ত্রাণ বিতরণ কেন্দ্রের পাশে অবস্থানরত মানুষের ওপর ইসরায়েলি সেনারা গুলি চালায়। এতে পাঁচজন ফিলিস্তিনি নিহত হন।

এছাড়া একই দিনে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ২৪ জন নিহত হয়েছেন।

মধ্য গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে একটি অ্যাপার্টমেন্টে বিমান হামলায় একই পরিবারের পাঁচ সদস্য প্রাণ হারিয়েছেন। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হন।

গাজা শহরের একটি ত্রাণশিবিরে ড্রোন হামলায় ছয় মাস বয়সী এক শিশু নিহত হয়। একই শহরের দুটি আবাসিক ভবনে হামলায় অন্তত আটজন নিহত হন, যাদের মধ্যে শিশুও রয়েছে।

মধ্য গাজার দেইর আল-বালাহ এলাকায় একটি আশ্রয়শিবিরে ইসরায়েলি গুলিতে প্রাণ গেছে আরও পাঁচজনের।

আনাদোলু জানায়, গত ১৮ বছর ধরে অবরুদ্ধ গাজা বর্তমানে চরম মানবিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। চলতি বছরের ২ মার্চ থেকে ইসরায়েল গাজার প্রবেশপথগুলো সম্পূর্ণ বন্ধ করে দেওয়ায় ত্রাণ প্রবেশেও বাধা সৃষ্টি হচ্ছে। এতে ২৪ লাখ গাজাবাসীর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে।

গাজা সরকার জানায়, ২৭ জুলাই থেকে এ পর্যন্ত মাত্র ৮৪৩টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করতে পেরেছে, যেখানে দৈনিক প্রয়োজন অন্তত ৬ হাজার ট্রাক।

ফিলিস্তিনি পরিসংখ্যান অনুযায়ী, গত ২৭ মে থেকে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-সমর্থিত ত্রাণ বিতরণ কেন্দ্রগুলোর আশপাশে হামলায় অন্তত ১ হাজার ৫৬৮ জন নিহত এবং ১১ হাজার ২৩০ জন আহত হয়েছেন।

গাজার কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইসরায়েল পরিকল্পিতভাবে মানুষের ক্ষুধা ও বিশৃঙ্খলা তৈরি করছে। তারা নিরাপত্তা না দিয়ে ত্রাণ গ্রহণকারী মানুষদের অনুন্নত ও বোমায় বিধ্বস্ত রাস্তায় যেতে বাধ্য করছে, যেখানে অনাহারে থাকা মানুষের ভিড় লেগেই আছে।

অনেকে ইসরায়েলি ত্রাণ বিতরণ ব্যবস্থাকে “ক্ষুধার্ত মানুষের জন্য মৃত্যুকূপ” বলে আখ্যায়িত করেছেন।

২০২৩ সালের অক্টোবরে শুরু হওয়া ইসরায়েলি সামরিক অভিযানে এ পর্যন্ত গাজায় প্রাণ হারিয়েছেন ৬১ হাজার ১০০ জনেরও বেশি মানুষ। এই যুদ্ধ গাজা উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে এবং জনসাধারণকে চরম দুর্ভিক্ষের মুখোমুখি দাঁড় করিয়েছে।

বাংলাধারা/এসআর