ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনে গাজা সিটি দখলের পরিকল্পনা চূড়ান্ত
প্রকাশিত: আগস্ট ০৮, ২০২৫, ০৯:১২ সকাল

ছবি: সংগৃহিত
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ এলাকা গাজা সিটি দখলের পরিকল্পনা চূড়ান্ত করেছে ইসরায়েল। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর প্রস্তাবে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা সম্প্রতি এই সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে প্রথম খবর প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম অ্যাক্সিওস। পরে এ তথ্য নিশ্চিত করে আল জাজিরা।
পরিকল্পনা অনুযায়ী, ইসরায়েলি সেনাবাহিনীকে গাজা সিটি দখলের পূর্ণ প্রস্তুতি নিতে বলা হয়েছে। পাশাপাশি যুদ্ধক্ষেত্রের বাইরের ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার দিকেও নজর দিতে বলেছে নেতানিয়াহুর প্রশাসন।
এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তার বরাতে অ্যাক্সিওস জানায়, আগামী ৭ অক্টোবরের মধ্যে গাজা শহরের সব ফিলিস্তিনিকে সরিয়ে নিয়ে যাওয়া হবে বিভিন্ন কেন্দ্রীয় শিবির ও অন্য এলাকায়। তারপর শহরে অবরুদ্ধ থাকা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে চালানো হবে স্থল অভিযান।
গাজা দখলের এই পরিকল্পনার ইঙ্গিত গত কয়েকদিন ধরেই পাওয়া যাচ্ছিল বলে জানিয়েছেন ওয়াশিংটন থেকে আল জাজিরা'র সাংবাদিক শিহাব রাটটানসি। তার মতে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে কার্যত সবুজ সংকেত দিয়েছেন।
এর আগের দিন ফক্স নিউজ-এ দেওয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েল গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায়, তবে সেখানে সরাসরি সরকার গঠন করতে চায় না। বরং নিরাপত্তা বেষ্টনী তৈরি করে তা কোনো তৃতীয় পক্ষের কাছে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে তাদের।
গত সপ্তাহেই একাধিক ইসরায়েলি সংবাদমাধ্যমে জানানো হয়েছিল, গাজা দখলের পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এবং শিগগিরই তা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী। এরপর সোমবার চ্যানেল ১২ এক প্রতিবেদনে উল্লেখ করে, “গাজা দখলের সিদ্ধান্ত ইতোমধ্যেই নেওয়া হয়েছে।” নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তাকে উদ্ধৃত করে এই তথ্য প্রকাশ করা হয়।
বিশ্লেষকদের মতে, গাজা সিটির মতো ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের অভিযান মানবিক সংকট আরও প্রকট করতে পারে এবং তা আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক উদ্বেগ ও প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে।
বাংলাধারা/এসআর