ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

৫ আগস্ট দেশের মানুষ বুক ভরে শ্বাস নিয়েছে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ০৯, ২০২৫, ০৪:০২ দুপুর  

ছবি: সংগৃহিত

জুলাইয়ের গণঅভ্যুত্থানে আওয়ামী লীগের পতনের মধ্য দিয়ে দেশের মানুষ বহু প্রতীক্ষিত পরিবর্তনের স্বাদ পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৯ আগস্ট) দুপুরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কাউন্সিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট পুরো জাতি যেন বুক ভরে শ্বাস নিতে পেরেছিল। এ মুহূর্তে সমগ্র বাংলাদেশ একটি ভালো পরিবর্তনের প্রত্যাশায় আছে। যদিও মুহূর্তেই সব সমস্যা সমাধান সম্ভব নয়, তবে উদ্যোগ নিতে হবে এখনই।

তারেক রহমান বলেন, জনগণ মনে করে, আগামী দিনে দেশ পরিচালনায় বিএনপির সম্ভাবনা বেশি, তাই তারা বিএনপির কাছে ইতিবাচক পরিবর্তনের সূচনা আশা করছে।

তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলো গণতন্ত্রের কথা বললেও দলের ভেতরে তার চর্চা কম হয়। সীমাবদ্ধতা থাকলেও দলের অভ্যন্তরে গণতান্ত্রিক প্রক্রিয়া চালু করতে হবে। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন এবং খালেদা জিয়া স্বৈরাচার পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। এই ধারা অব্যাহত রেখে স্থানীয় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত গণতন্ত্রের ভিত মজবুত করতে হবে।

বাংলাধারা/এসআর