ট্রাম্প-পুতিন বৈঠক শেষ, চুক্তি নয় তবে আশার ইঙ্গিত
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২৫, ১১:২৩ দুপুর

ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রের আলাস্কায় ঐতিহাসিক বৈঠকে মুখোমুখি হলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টাব্যাপী এ আলোচনাকে “ইতিবাচক” বলে আখ্যা দিয়েছেন ট্রাম্প।
তবে বহুল প্রতীক্ষিত এই বৈঠকের পর কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির ঘোষণা আসেনি। ট্রাম্প জানিয়েছেন, বৈঠকের আলোচনাগুলো ভবিষ্যতে চুক্তির পথ খুলে দিতে পারে। তবে যুদ্ধ বন্ধের চূড়ান্ত সিদ্ধান্ত ইউক্রেন ও ইউরোপের ওপরই নির্ভর করবে বলে মন্তব্য করেন তিনি।
বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি জানান, দুই দেশ নানা বিষয়ে সমঝোতায় পৌঁছেছে, যদিও নির্দিষ্ট কোনো দিক প্রকাশ করেননি। তার ভাষায়, “যদি দীর্ঘস্থায়ী কোনো চুক্তি করতে হয়, তবে ইউক্রেনে হামলার যে কারণগুলো ছিল, সেগুলোর মূল সমস্যার সমাধান করতে হবে।” একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আভাসও দেন তিনি।
পুতিন আরও দাবি করেন, জো বাইডেনের পরিবর্তে যদি ট্রাম্প তখন প্রেসিডেন্ট হতেন, তবে ইউক্রেনে হামলার পরিস্থিতি হয়তো তৈরি হতো না।
এরপর বক্তব্য দেন ট্রাম্প। তিনি জানান, বেশিরভাগ বিষয়ে দুপক্ষ একমত হলেও কিছু বড় বিষয়ে সমঝোতা হয়নি, আর সেটিই চুক্তি না হওয়ার কারণ। তিনি বলেন, “আমরা অনেক বিষয়ে একমত হয়েছি, তবে কিছু মূল ইস্যুতে পারিনি। অগ্রগতি হয়েছে, কিন্তু চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই। খুব শিগগিরই ন্যাটো ও প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে বৈঠকের বিস্তারিত জানাবো।”
সংবাদ সম্মেলনের একপর্যায়ে পুতিন ট্রাম্পকে মস্কোতে বৈঠকের আমন্ত্রণ জানান। জবাবে ট্রাম্প বলেন, তার মনে হয় মস্কোতে এমন বৈঠক হতে পারে।
তবে সাংবাদিকরা প্রশ্ন করার চেষ্টা করলেও দুই নেতা কোনো প্রশ্নের উত্তর দেননি। সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনটি শেষ হয় শুধু তাদের বক্তব্যের মধ্যেই।
বাংলাধারা/এসআর