ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

নাইজেরিয়ায় নৌকাডুবি, নিখোঁজ ৪০ জনের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ১৮, ২০২৫, ০৯:২৭ সকাল  

ছবি: সংগৃহিত

নাইজেরিয়ার সোকোটো প্রদেশে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। রোববার (১৭ আগস্ট) দেশটির জরুরি ব্যবস্থাপনা সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ডুবে যাওয়া নৌকাটিতে ৫০ জনেরও বেশি যাত্রী ছিলেন। এখন পর্যন্ত প্রায় ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকি যাত্রীদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নাইজেরিয়ায় প্রায়ই নৌকাডুবির মতো দুর্ঘটনা ঘটে। বিশেষ করে বর্ষাকালে নদী-হ্রদের পানি ফুলে ওঠে। এর সঙ্গে অতিরিক্ত যাত্রীবোঝাই ও নৌকার যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব মিলিয়ে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে।

গত সপ্তাহেই মধ্য নাইজার প্রদেশে একটি নৌকাডুবিতে ১৩ জনের মৃত্যু হয়। তার আগে জিগাওয়া প্রদেশে কৃষিকাজ শেষে বাড়ি ফেরার পথে নৌকা ডুবে প্রাণ হারান ৬ তরুণী।

এমনকি চলতি বছরের আগস্ট মাসেও সোকোটো প্রদেশেই কৃষকদের বহনকারী একটি কাঠের নৌকা ডুবে অন্তত ১৬ জনের প্রাণহানি ঘটে।

বাংলাধারা/এসআর