ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

জুলাই সনদ সংবিধানের ওপর রাখলে খারাপ নজির সৃষ্টি হবে : সালাহউদ্দিন আহমদ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৪:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

জুলাই জাতীয় সনদকে সংবিধানের ওপর প্রাধান্য দেওয়া হলে তা ভবিষ্যতের জন্য অশুভ নজির হয়ে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, “দ্বিতীয় দফার আলোচনার পর অঙ্গীকারনামায় বলা হয়েছে, সংবিধান কিংবা অন্য কোনো আইনের সঙ্গে ভিন্নতা থাকলেও জুলাই সনদের প্রস্তাব ও সুপারিশগুলো প্রাধান্য পাবে। এর মানে দাঁড়াচ্ছে, সনদটিকে সংবিধানের ওপরে বসানো হচ্ছে। কিন্তু কোনো সমঝোতার দলিল কি সংবিধানের ঊর্ধ্বে যেতে পারে? এটা কোনোভাবেই সম্ভব নয়।”

তিনি মনে করেন, সাংবিধানিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়েই এ ধরনের সমঝোতা দলিল বাস্তবায়নের পথ খুঁজতে হবে। তার ভাষায়, “যদি বলা হয় দলিলটির সবকিছু সংবিধানের ওপরে প্রাধান্য পাবে, তাহলে ভবিষ্যতের জন্য এটি ভয়ংকর নজির তৈরি করবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “কোনো মামলার রায়ের বিরুদ্ধে হাইকোর্ট থেকে আপিল বিভাগে যাওয়ার সুযোগ আছে। আবার সংবিধানিক বিষয়ে অনুচ্ছেদ ১০৩ অনুযায়ী আপিল বিভাগে যাওয়ার বিধান আছে। কিন্তু জুলাই সনদ তো আইন নয়, রায়ও নয়। সেক্ষেত্রে ব্যাখ্যার জন্য আপিল বিভাগে বিষয়টি যাবে কীভাবে? এর ভিত্তি কোথায়? আগে এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হবে।”

তিনি আরও জানান, জুলাই সনদের খসড়ায় কয়েকটি ধারা নিয়ে বিএনপির আপত্তি রয়েছে। বিশেষ করে প্রস্তাবনার সূচনায় ‘অসত্য তথ্য’ দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। এছাড়া আলোচনায় না আসা অনেক বিষয়ও খসড়ায় ঢোকানো হয়েছে এবং কিছু বিষয় সঠিকভাবে উপস্থাপন করা হয়নি।

আগামী সংসদ গঠনের দুই বছরের মধ্যে সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি খসড়ায় উল্লেখ না থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন বিএনপির এই নেতা।

তিনি বলেন, “জুলাই সনদের ৮৪ দফার মধ্যে যেগুলোতে সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেগুলো কীভাবে বাস্তবায়িত হবে, এটা গুরুত্বপূর্ণ। আবার যেসব বিষয়ে ভিন্নমত এসেছে বা সংবিধান সংস্কার নিয়ে আলোচনা হয়েছে, সেগুলোর সুরাহার পথও নির্ধারণ করতে হবে।”

সালাহউদ্দিন আহমদ জানান, বিএনপি পুরো খসড়া পর্যালোচনা করে কমিশনের কাছে আনুষ্ঠানিক মতামত পাঠাবে।

বাংলাধারা/এসআর