ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি জরুরি : তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৯:০০ রাত  

ছবি: সংগৃহিত

প্রতিরোধ, প্রতিহিংসা আর কথামালার রাজনীতিকে পেছনে ফেলে বাস্তবধর্মী পরিকল্পনা ও কর্মসূচির মাধ্যমে দেশের রাজনৈতিক ধারায় গুণগত পরিবর্তন আনা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৯ আগস্ট) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনাসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, “প্রত্যেক মা-বাবা তার সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ চান। সেই ভবিষ্যৎ নিশ্চিত করতেই বিএনপি আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ও কর্মসূচি সাজাচ্ছে। এজন্য প্রচলিত রাজনীতির পুরোনো ধারা থেকে বেরিয়ে এসে সময়োপযোগী ও বাস্তবসম্মত দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে।”

তিনি আরও বলেন, “বিশ্ব এখন প্রবেশ করেছে কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে। এই সময়ের চ্যালেঞ্জ মোকাবেলায় পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই বিএনপি ইতোমধ্যে বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সুনির্দিষ্ট ও সুচিন্তিত পরিকল্পনা প্রণয়ন করেছে।”

শিক্ষা খাতের প্রসঙ্গে তিনি জানান, শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করার পর কিংবা মাঝপথে পড়াশোনা বন্ধ করে দিলে যেন বেকার না থাকে। সেই লক্ষ্য নিয়েই শিক্ষা কারিকুলামে একাডেমিক পড়াশোনার পাশাপাশি ব্যবহারিক ও কারিগরি শিক্ষার সংযোজনের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি মাসকে জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় হিসেবে নির্ধারণ করেছে। দেড় দশকের বেশি সময় পর এ নির্বাচন দেশের জনগণকে নিজেদের এজেন্ডা বাস্তবায়নের সুযোগ দেবে। তবে নির্বাচন সঠিক সময়ে অনুষ্ঠিত হবে কি না, ফ্যাসিবাদবিরোধী কিছু দলের নেতাদের বক্তব্যে গণতন্ত্রকামী মানুষের মনে সংশয় তৈরি হয়েছে।”

রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি সতর্ক করে বলেন, “দলগুলোর মধ্যে দূরত্ব তৈরি হলে রাষ্ট্র ও রাজনীতিতে পতিত ফ্যাসিস্ট শক্তির পুনর্বাসনের পথ সহজ হয়ে উঠবে। তাই গণতন্ত্রকামী জনগণকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বাংলাধারা/এসআর