আফগানিস্তানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৭৩ জন
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ১১:১৫ দুপুর

ছবি: সংগৃহিত
পশ্চিম আফগানিস্তানের হেরাত প্রদেশে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৭৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১৭ জন শিশু রয়েছে। অধিকাংশই ইরান থেকে ফেরত আসা আফগান অভিবাসী ছিলেন।
হেরাত প্রাদেশিক সরকারের মুখপাত্র আব্দুল্লাহ মুত্তাকি জানান, মঙ্গলবার সন্ধ্যায় গুজারা শহরে যাত্রীবাহী একটি বাস ট্রাক ও মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই বাসটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা সব যাত্রী প্রাণ হারান। ট্রাক ও মোটরসাইকেলের চালক ও যাত্রীরাও বেঁচে ফিরতে পারেননি।
প্রাদেশিক তথ্য ও সংস্কৃতি বিভাগের কর্মকর্তা আহমদুল্লাহ মুত্তাকি জানিয়েছেন, বাসটি ইরান সীমান্তবর্তী ইসলাম কালা শহর থেকে রাজধানী কাবুলের উদ্দেশে ছেড়ে এসেছিল। প্রাদেশিক গভর্নরের মুখপাত্র মোহাম্মদ ইউসুফ সাঈদির ভাষ্যমতে, যাত্রীদের সবাই ইরান থেকে ফেরত আসা অভিবাসী ছিলেন।
হেরাত পুলিশ জানায়, অতিরিক্ত গতি ও বেপরোয়া চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। আফগানিস্তানে দীর্ঘদিনের যুদ্ধ ও সংঘাতের কারণে সড়ক অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পাশাপাশি ট্রাফিক আইন মানার প্রবণতা দুর্বল হওয়ায় প্রায়ই এমন ভয়াবহ দুর্ঘটনা ঘটে।
জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত দেড় মিলিয়নের বেশি আফগান অভিবাসীকে ইরান থেকে ফেরত পাঠানো হয়েছে। বিশেষজ্ঞদের মতে, বিপুল সংখ্যক শরণার্থী ফেরত আসায় তালেবানশাসিত আফগানিস্তান ভয়াবহ মানবিক সংকটে পড়তে পারে। ইতোমধ্যেই দেশটি পাকিস্তান থেকে ফেরত আসা শরণার্থীদের চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে।
বাংলাধারা/এসআর