মহাখালীর সাততলা বস্তির আগুন নিয়ন্ত্রণে
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৫, ০৪:১৯ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে লাগা ভয়াবহ আগুন প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস।
বুধবার দুপুর ২টা ৩৭ মিনিটে বস্তিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান। তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ও কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট দ্রুত কাজ শুরু করে। টানা প্রচেষ্টার পর বিকেল ৩টা ১৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেল কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনের সূত্রপাতের কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।
আগুন নিয়ন্ত্রণে এলেও ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের কোনো তথ্য এখনো জানা যায়নি। ঘটনাস্থলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
বাংলাধারা/এসআর