সায়েন্স ল্যাবে ঢাকা ও সিটি কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত অন্তত ১০
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০২:২৬ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে শুরু হওয়া এই সংঘর্ষ থেমে থেমে কয়েক ঘণ্টা ধরে চলে। এতে পুলিশ সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে রাস্তায় নেমে দুই পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ছোড়ে। লাঠিসোটা নিয়েও চলে ধাওয়া-পাল্টাধাওয়া। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং সংঘর্ষ ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশও লাঠিপেটা করে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, হামলার সময় চারজন সদস্য আহত হয়েছেন, পাশাপাশি উভয় পক্ষের অন্তত ছয়জন শিক্ষার্থীও আহত হয়েছেন।
বেলা দুইটার দিকে দুই পক্ষই রাস্তায় অবস্থান নিলেও পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে। যান চলাচলও ধীরে ধীরে স্বাভাবিক হয়। ধানমন্ডি অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) জিসানুল হক বলেন, “সংঘর্ষের শুরুতে কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ ছিল। পরে আমাদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।”
এদিকে সংঘর্ষের কারণ নিয়ে ভিন্ন তথ্য দিয়েছে পুলিশ। ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মোস্তফা তারিকুজ্জামান জানান, গত রোববার একটি কোচিং সেন্টারে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি থেকে আজকের ঘটনাটি ঘটেছে। তবে এডিসি জিসানুল হকের মতে, ফুটবল খেলাকে কেন্দ্র করেই এ বিরোধ শুরু হয়।
সংঘর্ষের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
বাংলাধারা/এসআর