গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৬৫ ফিলিস্তিনি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ১০:৫৫ দুপুর
-20241014042921_20250823105446_original_42.webp)
ছবি: সংগৃহিত
গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় প্রাণ হারালেন অন্তত ৬৫ জন ফিলিস্তিনি। নিহতদের মধ্যে শুধু গাজা সিটিতেই ৩৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বড় ধরনের সামরিক অভিযানের আগে ইসরায়েল হামলা তীব্রতর করায় হতাহতের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির শেখ রাদওয়ান এলাকায় একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ওই স্কুলের আঙিনায় অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন অসংখ্য বাস্তুচ্যুত ফিলিস্তিনি। স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে, সেখানে অন্তত ১২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং আল জাজিরা যাচাই করা ভিডিওতে দেখা যায়, শেখ রাদওয়ানের আকাশে একটি ইসরায়েলি কোয়াডকপ্টার ঘুরছিল। স্থানীয়রা আতঙ্ক নিয়ে তা দেখছিলেন। কিছুক্ষণ পর ড্রোনটি একটি বিস্ফোরক নিক্ষেপ করে এবং সঙ্গে সঙ্গে লক্ষ্যে ধোঁয়া ও ধ্বংসযজ্ঞ ছড়িয়ে পড়ে।
এদিকে গাজা সিটির তুফ্ফাহ এলাকায়ও ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত একজন নিহত হয়েছেন বলে আল-আহলি হাসপাতালের চিকিৎসা সূত্র জানিয়েছে।
এর আগে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামাস যদি যুদ্ধবিরতির শর্ত না মেনে চলে, তবে গাজা সিটি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
বাংলাধারা/এসআর