গাজা সিটিতে এক হাজারের বেশি ভবন ধ্বংস, ধ্বংসস্তূপে আটকা শত শত মানুষ
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ১০:১৩ দুপুর

ছবি: সংগৃহিত
ইসরায়েলি বাহিনীর টানা অভিযানে গাজা সিটির জেইতুন ও সাবরা মহল্লায় এক হাজারেরও বেশি ভবন ধ্বংস হয়েছে। ৬ আগস্ট থেকে শুরু হওয়া এ হামলায় ধ্বংসস্তূপের নিচে শত শত মানুষ আটকা পড়েছে বলে জানিয়েছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স।
রবিবার (২৪ আগস্ট) সংস্থাটি এক বিবৃতিতে জানায়, অব্যাহত গোলাবর্ষণ এবং অবরুদ্ধ সড়কের কারণে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে। বহু নিখোঁজ ব্যক্তির খবর পাওয়া গেলেও জরুরি কর্মীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। এদিকে আহতদের ঢল সামলাতে স্থানীয় হাসপাতালগুলো চরম সংকটে পড়েছে।
সিভিল ডিফেন্সের মতে, মাঠ পর্যায়ের দলগুলোর সামর্থ্য চলমান ইসরায়েলি আক্রমণের তীব্রতার সঙ্গে পাল্লা দিতে পারছে না। শহরে ইসরায়েলি বাহিনীর অব্যাহত অনুপ্রবেশ তাদের গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সংস্থাটি আরও জানায়, গাজা উপত্যকার উত্তর থেকে দক্ষিণ- কোথাও নিরাপদ আশ্রয় নেই। ঘরবাড়ি, আশ্রয়কেন্দ্র এমনকি বাস্তুচ্যুত শিবিরেও নির্বিচারে গোলাবর্ষণ চলছে।
এদিকে ইসরায়েলি ট্যাঙ্ক ইতোমধ্যেই সাবরা মহল্লায় প্রবেশ করেছে। পুরো গাজা সিটি দখলের লক্ষ্যে অগ্রসর হচ্ছে ইসরায়েল। এর ফলে শহরের প্রায় ১০ লাখ বাসিন্দা দক্ষিণ দিকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।
বাংলাধারা/এসআর