ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

ইসরায়েলি হামলায় গাজায় ৬ সাংবাদিকসহ ৮৯ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৫৬ সকাল  

ছবি: সংগৃহিত

গাজায় ইসরায়েলি বাহিনীর লাগাতার হামলায় নতুন করে ৬ জন সাংবাদিকসহ অন্তত ৮৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সোমবার (২৫ আগস্ট) গাজার স্বাস্থ্য কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম মিডল ইস্ট মনিটর জানিয়েছে, দিনভর বিমান ও স্থল হামলায় হতাহতের সংখ্যা বাড়ছে প্রতি ঘণ্টায়।

সোমবার গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বাহিনী দ্বৈত বোমা হামলা চালায়। এতে অন্তত ২০ জন প্রাণ হারান, যাদের মধ্যে পাঁচজন ছিলেন কর্মরত সাংবাদিক। একই দিনে দক্ষিণাঞ্চলীয় খান ইউনুসে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ফিলিস্তিনি সাংবাদিক হাসান দুওহান। ফলে একদিনেই নিহত সাংবাদিকের সংখ্যা দাঁড়ায় ৬ জনে।

এদিকে দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনারা সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত রামাল্লাহ, বেথলেহেম ও জেরুজালেমের আশপাশে অভিযান চালায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, এসব অভিযানে বেশ কয়েকজন তরুণকে আটক করেছে সেনারা।

অন্যদিকে, গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় বিমান হামলার মাত্রা আরও বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, উত্তর গাজার বুরেইজ শরণার্থী শিবির, মধ্যাঞ্চলের নুসেইরাত এবং দক্ষিণের খান ইউনুসে একের পর এক হামলায় অসংখ্য বসতবাড়ি মাটির সঙ্গে মিশে গেছে।

গাজার পরিস্থিতি প্রতিদিনই ভয়াবহ হয়ে উঠছে। স্থানীয়রা বলছেন, দিনরাতের নিরন্তর বোমা হামলায় সাধারণ মানুষ আশ্রয় নেওয়ারও সুযোগ পাচ্ছেন না।

বাংলাধারা/এসআর