শাহজালালে ১৩০ কোটি টাকার কোকেন জব্দ
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ১১:৩৩ দুপুর

ছবি: সংগৃহিত
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩০ কোটি টাকার কোকেন উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্র জানায়, সোমবার (২৫ আগস্ট) দিবাগত রাতে দোহা থেকে আসা কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এ অভিযান পরিচালনা করা হয়। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেলের উপপরিচালক সোনিয়া আক্তারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিমানবন্দর কর্তৃপক্ষ গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটের যাত্রীর পরিচয় নিশ্চিত করে। পরে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা যাত্রীর ব্যাগেজসহ সব মালামাল স্ক্যান করে জব্দ করে। তদন্তের সময় প্লাস্টিকের তিনটি জারের মধ্যে মোট ২২টি ডিম্বাকৃতির ফয়েল পেপারে মোড়ানো কোকেন পাওয়া যায়।
প্রাথমিক পরীক্ষায় জানা যায়, উদ্ধার হওয়া কোকেনের ওজন ৮.৬৬ কেজি এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ১৩০ কোটি টাকা। এ সময় কোকেনসহ যাত্রীকে আটক করা হয়েছে।
এ ঘটনায় চোরাচালানের অভিযোগে ফৌজদারি ও কাস্টমস আইন অনুসারে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
বাংলাধারা/এসআর