যমুনা অভিমুখে বুয়েট শিক্ষার্থীদের মিছিল, পুলিশের টিয়ারশেল-জলকামানে উত্তেজনা
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২৫, ০৩:৫৩ দুপুর

ছবি: সংগৃহিত
তিন দফা দাবিতে আন্দোলনরত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশ্যে যাত্রা করলে পুলিশের বাধার মুখে পড়েন। একপর্যায়ে পুলিশ টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
বুধবার (২৭ আগস্ট) দুপুর দেড়টার দিকে শাহবাগে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে এই সংঘর্ষ শুরু হয়। এর আগে শিক্ষার্থীরা তিন দফা দাবিতে শাহবাগ অবরোধ করে দুপুর ১টার মধ্যে দাবি না মানা হলে সচিবালয়ের উদ্দেশ্যে মিছিল করার ঘোষণা দেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইন্টারকন্টিনেন্টালের সামনে ব্যারিকেড ভেঙে যাত্রা শুরু করলে মাঝপথেই পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে শিক্ষার্থীরা কিছুটা পিছু হটলেও পুনরায় যাত্রার চেষ্টা করেন। দুপুর ১টা ৪০ মিনিটে মৎস্য ভবনের সামনে পৌঁছালে সংঘর্ষ আরও তীব্র হয়। শিক্ষার্থীরা ইট, লাঠি ও জুতা নিক্ষেপ করলে পুলিশ পাল্টা জলকামান ও টিয়ারশেল ব্যবহার করে। পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠলে কাদানি গ্যাস নিক্ষেপ করা হয়।
সংঘর্ষে অন্তত পাঁচ থেকে সাতজন শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুইজনকে হাসপাতালে নিতে দেখা গেছে। পরে শিক্ষার্থীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে পুনরায় জড়ো হয়ে বিক্ষোভ করেন এবং বারডেম হাসপাতালের সামনের সড়কে অবস্থান নেন।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাইয়াজ এক ফেসবুক পোস্টে অভিযোগ করেন, তারা শান্তিপূর্ণভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করলেও পুলিশ হঠাৎ লাঠিপেটা ও টিয়ারশেল ছোড়ে, এতে কয়েকজন শিক্ষার্থী রক্তাক্ত হন।
শিক্ষার্থীদের দাবি, ডিপ্লোমা প্রকৌশলীদের নামের আগে ‘প্রকৌশলী’ শব্দ ব্যবহার বন্ধ করা, কাউকে পদোন্নতির মাধ্যমে নবম গ্রেডে উন্নীত না করা এবং দশম গ্রেডের চাকরিতে স্নাতক প্রকৌশলীদের সুযোগ নিশ্চিত করা।
দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত শাহবাগ এলাকায় পুলিশের টিয়ারশেল, সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা অব্যাহত ছিল।
বাংলাধারা/এসআর