ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

গাজার জেইতুন মহল্লার দক্ষিণাংশে আর কোনো ভবন অবশিষ্ট নেই

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০১:২৪ দুপুর  

ছবি: সংগৃহিত

গাজা সিটির জেইতুন মহল্লার দক্ষিণাংশ এখন প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজার সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, চলতি মাসের শুরুতে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে শুধু এ মহল্লাতেই ধ্বংস হয়েছে এক হাজার পাঁচ শতাধিক ঘরবাড়ি।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল আনাদোলুকে জানান, জেইতুনের দক্ষিণাংশে আর একটি ভবনও অক্ষত নেই। তার ভাষায়, “ইসরায়েলি বাহিনী বুলডোজার ও ভারী নির্মাণযন্ত্র ব্যবহার করে ভবন ভেঙে ফেলছে। পাশাপাশি বোমা বহনকারী রোবট প্রতিদিন অন্তত সাতটি স্থানে বিস্ফোরণ ঘটাচ্ছে।”

এছাড়া কোয়াডকপ্টার ড্রোনের মাধ্যমে বাড়ির ছাদে বোমা ফেলায় ধ্বংসযজ্ঞের মাত্রা আরও বেড়েছে বলেও তিনি উল্লেখ করেন।

বাসাল জানান, পদ্ধতিগতভাবে ধ্বংসযজ্ঞ চালানোয় জেইতুন মহল্লার অন্তত ৮০ শতাংশ বাসিন্দা এলাকা ছেড়ে গাজা সিটির পশ্চিম ও উত্তরাংশে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন।

বাংলাধারা/এএস