ঢাকা, শনিবার, ৩০ আগস্ট ২০২৫, ১৫ ভাদ্র ১৪৩২

গাজায় ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৬৩ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:১২ দুপুর  

ছবি: সংগৃহিত

ইসরায়েলের অব্যাহত হামলায় গাজা উপত্যকায় মৃতের সংখ্যা ভয়াবহ মাত্রায় পৌঁছেছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া এ যুদ্ধের পর থেকে এখন পর্যন্ত কমপক্ষে ৬৩ হাজার ২৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

শুক্রবার (২৯ আগস্ট) প্রকাশিত বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় স্থানীয় হাসপাতালগুলোতে নতুন করে ৫৯টি মরদেহ আনা হয়েছে এবং আহত হয়েছেন আরও ২২৪ জন। এ নিয়ে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪৯০ জনে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো বহু মরদেহ ধ্বংসস্তূপের নিচে বা রাস্তায় পড়ে আছে, কিন্তু টানা হামলার কারণে উদ্ধারকর্মীরা সেখানে পৌঁছাতে পারছে না।

মানবিক সহায়তা সংগ্রহের সময়ও ফিলিস্তিনিদের ওপর গুলি চালাচ্ছে ইসরায়েলি সেনারা। কেবল গত ২৪ ঘণ্টায় ত্রাণ নিতে গিয়ে আরও ২৩ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ১৮২ জন। চলতি বছরের ২৭ মে থেকে এখন পর্যন্ত এভাবে ২ হাজার ২০৩ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন ১৬ হাজার ২২৮ জন।

অপরদিকে, অনাহার ও অপুষ্টির কারণে মৃত্যুর মিছিলও দীর্ঘ হচ্ছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় ক্ষুধা ও দুর্ভিক্ষে প্রাণ গেছে আরও পাঁচজনের। ফলে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ৩২২ জন ফিলিস্তিনি অপুষ্টি ও অনাহারে মারা গেছেন, যাদের মধ্যে ১২১ জনই শিশু।

বাংলাধারা/এসআর