কাকরাইল সংঘর্ষে আইনানুগ তদন্তের দাবি তারেক রহমানের
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২৫, ১০:২৭ দুপুর

ছবি: সংগৃহিত
রাজধানীর কাকরাইলে সংঘর্ষে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি এ হামলার তীব্র নিন্দা জানিয়ে নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু ও আইনানুগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ আগস্ট) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তারেক রহমান লেখেন, “নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক নাজুক সময়ে আছি, যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। তাই আজকের মতো অস্থিতিশীল ঘটনা যেন ছড়িয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “বিএনপি ও এর সহযোগী দলগুলোর পাশাপাশি গণতন্ত্রকামী সব পক্ষের উচিত সংযম ও সহনশীলতা বজায় রাখা। গত বছরের গণ-অভ্যুত্থানের প্রকৃত চেতনা সামনে রেখে আমাদের এগোতে হবে। দেশকে মব কালচার ও চলমান অস্থিরতার ঘেরাটোপ থেকে মুক্ত করতে হবে।”
তারেক রহমান আরও লেখেন, “বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে হলে আমাদের আইনের শাসন সমুন্নত রাখতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল সমাজ গড়ে তুলতে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়িত করার মাধ্যমেই ন্যায়বিচার, সাম্য ও মর্যাদা প্রতিষ্ঠা করা সম্ভব। তাতেই আমরা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফলতা অর্জন করব।”
তিনি নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করে বলেন, “আমি সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি, এই ঘটনার আইনানুগ তদন্ত নিশ্চিত করতে হবে।”
প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে রাত সোয়া ৮টার দিকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে জড়ায়। এতে নুরুল হক নুরসহ একাধিক ব্যক্তি আহত হন।
খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে নুরুল হক নুরকে পরে তার সহযোগীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
বাংলাধারা/এসআর