ভারত সফর বাতিল করলেন ট্রাম্প : নিউইয়র্ক টাইমস
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ১১:১৯ দুপুর

ছবি: সংগৃহিত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ বছরের শেষ দিকে ভারত সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে সেই পরিকল্পনা বাতিল করেছেন বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস। সফরের মূল উদ্দেশ্য ছিল কোয়াড সম্মেলনে যোগদান।
পত্রিকাটির শনিবারের (৩০ আগস্ট) প্রতিবেদনে বলা হয়, দ্বিতীয় মেয়াদের শপথ গ্রহণের পরপরই ট্রাম্প প্রশাসন কোয়াডভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকের আয়োজন করেছিল। সে সময় ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আশ্বাস দিয়েছিলেন যে, বছরের শেষ দিকে তিনি কোয়াড সম্মেলনে অংশ নিতে ভারত সফরে যাবেন। কিন্তু শরতের ভ্রমণসূচি থেকে ভারত সফর এখন বাদ পড়েছে।
যদিও এ বিষয়ে এখনো যুক্তরাষ্ট্র বা ভারতের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। চলতি বছরের শেষ দিকে ভারতে কোয়াড সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নিউইয়র্ক টাইমস জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাণিজ্য ইস্যুতে ওয়াশিংটন-দিল্লি সম্পর্কের টানাপোড়েন এবং পাকিস্তান প্রসঙ্গে ট্রাম্পের মন্তব্যই সফর বাতিলের অন্যতম কারণ।
মে মাসে ভারত-পাকিস্তান সংঘাত থামাতে নিজের ভূমিকার দাবি করেছিলেন ট্রাম্প। কিন্তু দিল্লি তা সরাসরি প্রত্যাখ্যান করে। একই ধরনের ইস্যুতে জুনে কানাডায় জি-৭ সম্মেলনে মোদি ও ট্রাম্পের বৈঠক নির্ধারিত থাকলেও ট্রাম্প আগেভাগেই দেশ ছাড়েন। পরে ১৭ জুন দুই নেতার মধ্যে টেলিফোনে ৩৫ মিনিটের কথোপকথন হয়। সেখানেও ট্রাম্প আবার দাবি করেন, ভারত-পাকিস্তানের যুদ্ধবিরতিতে তার অবদান রয়েছে এবং এ কারণে পাকিস্তান তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করতে যাচ্ছে।
প্রতিবেদনে বলা হয়, ট্রাম্প মোদিকে একই বিষয়ে ইঙ্গিত দেন। তবে মোদি স্পষ্টভাবে জানান, যুদ্ধবিরতি হয়েছিল দুই দেশের পারস্পরিক আলোচনায়, যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা ছাড়াই। মোদির এ প্রতিক্রিয়া ট্রাম্পকে হতাশ করে এবং নোবেল প্রসঙ্গে আগ্রহ না দেখানো দুই নেতার সম্পর্কে নতুন তিক্ততা তৈরি করে।
বিশ্লেষকদের মতে, এ ঘটনার প্রভাব পড়েছে দ্বিপাক্ষিক সম্পর্কেও। শুধু রাশিয়া থেকে ভারতের তেল কেনাই নয়, সম্পর্কের টানাপোড়েনের জেরেই যুক্তরাষ্ট্র দিল্লির ওপর অতিরিক্ত শুল্ক আরোপ করেছে।
সব মিলিয়ে, দ্বিপাক্ষিক উত্তেজনা ও আস্থার ঘাটতিই ট্রাম্পের ভারত সফর বাতিলের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে।
বাংলাধারা/এসআর