ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

বন্ধু হওয়াটা জরুরি: মোদিকে শি জিনপিং

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০৪:৪৬ দুপুর  

ছবি: সংগৃহিত

ভারত ও চীনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে, বিশ্বের প্রাচীন সভ্যতা ও জনবহুল দেশ হিসেবে দুই প্রতিবেশী রাষ্ট্র একসঙ্গে কাজ করলে গ্লোবাল সাউথে বড় ভূমিকা রাখতে পারবে।

রোববার (৩১ আগস্ট) চীনের তিয়ানজিন শহরে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকে এসব কথা বলেন শি জিনপিং।

তিনি বলেন, “বিশ্ব দ্রুত পরিবর্তনের দিকে যাচ্ছে। ভারত ও চীন গ্লোবাল সাউথের অংশ। তাই ড্রাগন ও এলিফ্যান্টের একসঙ্গে এগিয়ে যাওয়া জরুরি। দুই দেশের সম্পর্ককে কৌশলগত ও দীর্ঘমেয়াদি ভিত্তিতে এগিয়ে নিতে হবে।”

বৈঠকে নরেন্দ্র মোদি সীমান্ত থেকে সেনা প্রত্যাহারের পর সৃষ্ট শান্তিপূর্ণ পরিবেশের কথা উল্লেখ করে বলেন, “শান্তি ও স্থিতিশীলতার মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে।” তিনি বিশ্বাস, সম্মান ও পারস্পরিক সংবেদনশীলতার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

মোদি আরও জানান, তিব্বতকে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে স্বীকৃতি দিয়েছে ভারত। পাশাপাশি মাউন্ট কৈলাস ও মানসারোবর তীর্থযাত্রা পুনরায় চালুর পাশাপাশি চীন-ভারতের সরাসরি বিমান যোগাযোগ পুনর্বহালের প্রস্তুতিও চলছে।

প্রায় সাত বছর পর চীন সফরে গেছেন নরেন্দ্র মোদি। যদিও সফরের মূল উদ্দেশ্য এসসিও সম্মেলনে অংশগ্রহণ, তবে বিশ্লেষকদের মতে, এটি চীন-ভারত সম্পর্কে নতুন সম্ভাবনা তৈরি করছে।

এসসিও সম্মেলনে এশিয়া অঞ্চলের ২০টিরও বেশি দেশের নেতা অংশ নিচ্ছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ কয়েকজন নেতা সম্মেলনের পাশাপাশি বেইজিংয়ে একটি সামরিক প্রদর্শনীতেও যোগ দেবেন।

বাংলাধারা/এসআর