আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২৫০, আহত পাঁচ শতাধিক
প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৫, ১২:১১ দুপুর

ছবি: সংগৃহিত
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও পাঁচ শতাধিক মানুষ। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বাখতার নিউজ এজেন্সি (বিএনএ) এ তথ্য নিশ্চিত করেছে।
সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন।
প্রতিবেদনে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৬। এটি রোববার রাত ১২টার আগে নানগারহার প্রদেশের রাজধানী জালালাবাদ শহর থেকে প্রায় ২৭ কিলোমিটার উত্তর-পূর্বে আঘাত হানে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৮ কিলোমিটার গভীরে।
প্রবল কম্পনে কুনার প্রদেশের একাধিক দুর্গম জেলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের কারণে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিএনএ।
আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফাত জামান বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। দুর্গম এলাকায় পৌঁছাতে সমস্যা হওয়ায় উদ্ধারকাজ এখনো চলছে।
স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিএনএ জানিয়েছে, কেবল কুনার প্রদেশেই অন্তত ২৫০ জন নিহত হয়েছেন। আহতদের অনেককে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভূমিকম্পের পর আফগানিস্তানের তথ্য প্রধান তালেবান মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ জানান, দুর্গতদের উদ্ধারে সব ধরনের সরকারি ও স্থানীয় সম্পদ কাজে লাগানো হচ্ছে। রাজধানী কাবুলসহ আশপাশের প্রদেশ থেকেও সহায়তাকারী দল পাঠানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, প্রায় পাঁচ লাখ মানুষ শক্তিশালী কম্পন অনুভব করেছেন। ভূমিকম্পের পর অন্তত পাঁচটি আফটারশক আঘাত হেনেছে, এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৫.২।
প্রবল কম্পন পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পাঞ্জাব প্রদেশেও অনুভূত হয়েছে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
উল্লেখ্য, ভূমিকম্পপ্রবণ দেশ আফগানিস্তানে প্রায়ই প্রাণহানির ঘটনা ঘটে। ২০২৩ সালে দেশটির পশ্চিমাঞ্চলে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে দুই হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।
বাংলাধারা/এসআর