ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

আফগানিস্তানে ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০০ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০১, ২০২৫, ১২:২১ দুপুর  

ছবি: সংগৃহিত

আফগানিস্তানের পূর্বাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বাড়ছে হু হু করে। সর্বশেষ প্রাপ্ত তথ্যে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে, আহত হয়েছেন এক হাজারেরও বেশি মানুষ। আশঙ্কা করা হচ্ছে, উদ্ধার অভিযান অব্যাহত থাকায় এই সংখ্যা আরও বাড়তে পারে। সোমবার (১ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম রেডিও অ্যান্ড টেলিভিশন অব আফগানিস্তান (আরটিএ)- এর বরাত দিয়ে চীনা সংবাদ সংস্থা সিনহুয়া এ তথ্য জানায়।

আরটিএর প্রতিবেদনে বলা হয়, দুর্গম এলাকায় সীমিত যোগাযোগ ব্যবস্থা সত্ত্বেও উদ্ধারকর্মীরা নিরলসভাবে কাজ করছেন। ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছানো এবং ক্ষয়ক্ষতির পূর্ণ চিত্র জানা এখনো চ্যালেঞ্জ হয়ে আছে। আফগান কর্মকর্তাদের মতে, বর্তমান হিসাব কেবল প্রাথমিক; উদ্ধার তৎপরতা শেষ না হওয়া পর্যন্ত হতাহতের সঠিক পরিমাণ নির্ধারণ সম্ভব নয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি রবিবার রাত স্থানীয় সময় প্রায় ১২টার দিকে জালালাবাদ শহর থেকে ১৭ মাইল দূরে, পাকিস্তান সীমান্তের কাছাকাছি আঘাত হানে। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মাত্র ৮ কিলোমিটার গভীরে। বিশেষজ্ঞরা বলছেন, অগভীর ভূমিকম্প সাধারণত বেশি ধ্বংসাত্মক হয়ে থাকে- ফলে ক্ষয়ক্ষতি এত ভয়াবহ হয়েছে। মূল কম্পনের পর আরও অন্তত তিনটি আফটারশক অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল ৪ দশমিক ৫ থেকে ৫ দশমিক ২-এর মধ্যে।

আফগান জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান জানিয়েছেন, দুর্গম পার্বত্য অঞ্চলে ভূমিকম্প হওয়ায় প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষতির প্রকৃত চিত্র জানতে সময় লাগবে। ইতোমধ্যে শত শত উদ্ধারকর্মী ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ শুরু করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, নানগারহার ও কুনার প্রদেশে আহত কমপক্ষে ১১৫ জনকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কম্পন কেবল আফগানিস্তানের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। রাজধানী কাবুলে প্রায় কয়েক সেকেন্ড ধরে ভূকম্পন অনুভূত হয়। এমনকি প্রায় ৪০০ কিলোমিটার দূরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চল হওয়ায় আফগানিস্তান প্রায়ই এ ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়। দেশটি ভারত ও ইউরেশীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থান করায় বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি সবসময় বিদ্যমান। এর আগে, ২০২২ সালে পূর্ব আফগানিস্তানে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ নিহত হয়েছিলেন।


বাংলাধারা/এসআর