মালয়েশিয়ায় অভিযানে নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক
প্রকাশিত: সেপ্টেম্বর ০৩, ২০২৫, ১১:৪৭ দুপুর

ছবি: সংগৃহিত
মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাত থেকে শুরু হওয়া এ অভিযান চলে বুধবার ভোর পর্যন্ত। এতে মোট ৭৭০ জনকে আটক করা হয়, যাদের মধ্যে নারীসহ ৩৯৬ জন বাংলাদেশি নাগরিক রয়েছেন।
মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইট টাইমস জানিয়েছে, রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় “অপস বেলাঞ্জা” নামের এ অভিযানে শত শত অভিবাসন কর্মকর্তা ও পুলিশ অংশ নেন। তারা পুরো এলাকাকে ঘিরে ফেলেন এবং নাইটলাইফ কেন্দ্র হিসেবে পরিচিত এ অঞ্চলকে কার্যত লকডাউন জোনে পরিণত করেন।
অভিযান চলাকালে দেখা যায়, কেউ টেবিলের নিচে, কেউ গুদামঘরে, আবার কেউ ছাদে উঠে আত্মগোপনের চেষ্টা করেছেন। কিন্তু শেষ পর্যন্ত দুই ঘণ্টার মধ্যেই তাদের সবাইকে বের করে আটক করা হয়।
অভিবাসন দপ্তরের তথ্য অনুযায়ী, মোট ২ হাজার ৪৪৫ জনের নথিপত্র পরীক্ষা করা হয়, এর মধ্যে ১ হাজার ৬০০ জন ছিলেন বিদেশি এবং ৮৪৫ জন স্থানীয়। গ্রেপ্তার হওয়া বিদেশিদের মধ্যে বাংলাদেশের ৩৯৪ জন পুরুষ ও দুইজন নারী রয়েছেন। এছাড়া মিয়ানমারের ২৩৫ জন, নেপালের ৭২ জন, ভারতের ৫৮ জন, ইন্দোনেশিয়ার ১৭ জন (দুজন নারীসহ) এবং অন্যান্য দেশের ৯ জনকে আটক করা হয়েছে।
অভিযানের নেতৃত্বদানকারী অভিবাসন এনফোর্সমেন্ট ডিরেক্টর বসরি ওথমান জানিয়েছেন, আটক হওয়া অধিকাংশ ব্যক্তি অতিরিক্ত মেয়াদে অবস্থান, বৈধ কাগজপত্রের অভাব এবং অনুমতি ছাড়া কাজ করার কারণে গ্রেপ্তার হয়েছেন।
অভিযানে রাজধানীর বিভিন্ন প্রবেশ ও প্রস্থান পথ বন্ধ করে দেওয়া হয়, যাতে কেউ পালাতে না পারেন। শুধু পুত্রজায়া থেকেই ১০৬ জন অভিবাসন কর্মকর্তা অভিযানে অংশ নেন।
বাংলাধারা/এসআর