ঢাকা, সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

তারেক রহমানের দেশে ফেরার ইঙ্গিত দিলেন ডা. জাহিদ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ০৬, ২০২৫, ০৭:০৮ বিকাল  

ছবি: সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অচিরেই দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, কয়েক সপ্তাহের মধ্যেই তারেক রহমান দেশে ফিরে সরাসরি দলকে নেতৃত্ব দেবেন। জাতীয় নির্বাচনের আগেই তিনি সক্রিয়ভাবে মাঠে থাকবেন।

ডা. জাহিদ হোসেন বলেন, “নির্বাচন নিয়ে যে ষড়যন্ত্র চলছে তা কোনোভাবেই সফল হবে না। আগামী ফেব্রুয়ারিতেই নির্বাচন অনুষ্ঠিত হবে। তারেক রহমান দেশে থেকে নেতৃত্ব দেবেন।”

প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) পদ্ধতির দাবিকে তিনি অবৈধ আখ্যা দিয়ে বলেন, “সংবিধানকে ইচ্ছেমতো বাতিল করা যায় না। আবেগ দিয়ে নয়, জনগণের প্রকৃত আকাঙ্ক্ষা বুঝে এগোতে হবে।”

তিনি আরও অভিযোগ করেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে অবিশ্বাসীরা নানা ষড়যন্ত্রে লিপ্ত। তার ভাষায়, “পতিত স্বৈরাচার পেছনের দরজা দিয়ে এসে জনগণের অধিকার হরণ করার চেষ্টা করছে।”

বাংলাধারা/এসআর