ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২

কাতারে ইসরায়েলি হামলা নিয়ে ট্রাম্পের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ১১:২০ দুপুর  

ছবি: সংগৃহিত

কাতারে ইসরায়েলি বিমান হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই ঘটনা কোনোভাবেই আনন্দের নয়, বরং এর ফলে ইসরায়েলের ওপর আন্তর্জাতিক চাপ আরও বৃদ্ধি পাবে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অবশ্য হামলাকে সম্পূর্ণ ন্যায়সংগত দাবি করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা হয়েছিল, তার সঙ্গে সংশ্লিষ্ট হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। তবে হামলায় আলোচনায় যুক্ত কোনো নেতা নিহত না হলেও হামাসের অন্তত পাঁচ সদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে।

কাতার এই হামলার নিন্দা জানিয়ে একে “কাপুরুষোচিত” ও “আন্তর্জাতিক আইন লঙ্ঘন” বলে আখ্যা দিয়েছে। উল্লেখযোগ্য যে, যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমানঘাঁটি কাতারেই অবস্থিত এবং দেশটি ওয়াশিংটনের ঘনিষ্ঠ মিত্র হিসেবেই পরিচিত।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “আমি পুরো ঘটনাটি নিয়ে আনন্দিত নই। এটি মোটেও ভালো পরিস্থিতি নয়। তবে আমরা চাই জিম্মিদের মুক্তি হোক। কাতারে যা ঘটেছে, তা আমাদের জন্য কোনো সন্তোষজনক খবর নয়।”

হামাসের দাবি, গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত যুক্তরাষ্ট্রের একটি নতুন প্রস্তাব নিয়ে আলোচনার জন্য তাদের নেতারা দোহায় একটি আবাসিকে মিলিত হলে ইসরায়েল একাধিক হামলা চালায়। ইসরায়েলি সংবাদমাধ্যম জানায়, অন্তত ১৫টি যুদ্ধবিমান এতে অংশ নেয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই ১০টি গোলা নিক্ষেপ করা হয়।

এর আগে জেরুজালেমের একটি বাসস্টেশনে ফিলিস্তিনি বন্দুকধারীদের হামলায় ছয় ইসরায়েলি নিহত হন। একই সময়ে গাজার একটি সেনাঘাঁটিতে হামলায় প্রাণ হারান আরও চারজন ইসরায়েলি সেনা। ওই ঘটনার পরই প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্টজ সেনাদের নতুন অভিযানের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

তারই ধারাবাহিকতায় দোহায় আবাসিক ভবনে এই হামলা চালায় ইসরায়েল। ঘটনার পর বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠেছে।

বাংলাধারা/এসআর