ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ডাকসু নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানালেন সালাহউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২৫, ০৪:০৩ দুপুর  

ছবি: সংগৃহিত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ শুভেচ্ছা জানান।

সালাহউদ্দিন আহমেদ বলেন, “ডাকসুতে যারা বিজয়ী হয়েছেন, তাদের আন্তরিক অভিনন্দন জানাই। গণতন্ত্রের সৌন্দর্য হলো- ফল যাই হোক, বিজয়ীদের শুভেচ্ছা জানাতে হবে। বহু বছর পর নির্বাচন হওয়ায় কিছু ত্রুটি-বিচ্যুতি থাকলেও এটি ইতিবাচক একটি ধাপ।”

তিনি উল্লেখ করেন, তার মতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সরাসরি এ নির্বাচনে অংশ নেয়নি। তবে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটকে তিনি অভিনন্দন জানান।

ডাকসু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে বিএনপির এ নেতা বলেন, “ডাকসু কিংবা চাকসু- যেখানেই নির্বাচন হয়েছে, সেখানকার অনেকে পরে দেশের জাতীয় রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন। তবে অনেকে এখনও সংগ্রাম করে যাচ্ছেন। শিক্ষাঙ্গনের রাজনীতি আসলে জাতীয় রাজনীতির প্রতিচ্ছবি।”

তিনি আরও বলেন, বড় রাজনৈতিক দলের সহায়তা ছাড়া ডাকসুর নেতারা জাতীয় রাজনীতিতে সফল হতে পারেননি। দেশের সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পেছনে ছাত্র আন্দোলন এবং ছাত্র সংসদের ভূমিকা সব সময়ই গুরুত্বপূর্ণ ছিল।

বাংলাধারা/এসআর