স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার মিঠু গ্রেপ্তার
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:০৭ দুপুর

ছবি: সংগৃহিত
স্বাস্থ্য খাতের কুখ্যাত ঠিকাদার মোতাজ্জেরুল ইসলাম মিঠুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ‘সিন্ডিকেট গড়ে অর্থ আত্মসাৎ ও পাচারের’ অভিযোগে তিনি দীর্ঘদিন ধরেই আলোচনায় ছিলেন।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানের একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে ডিবি। ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান জানিয়েছেন, অভিযানের সময় মিঠু আত্মগোপনে ছিলেন।
এর আগে গতকাল বুধবার মিঠুর বিরুদ্ধে ৭৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লেক্সিকোন মার্চেন্ডাইস ও টেকনোক্রেট নামে দুটি প্রতিষ্ঠানের মালিক মিঠু কৃষিজমি, প্লট, ফ্ল্যাট ও বাড়ি নির্মাণসহ প্রায় ১৮ কোটি ৪০ লাখ টাকার স্থাবর সম্পদ গড়ে তোলেন।
এ ছাড়া বিভিন্ন কোম্পানিতে বিনিয়োগ, শেয়ার, গাড়ি, ব্যাংক হিসাবের অর্থ, স্বর্ণালংকার, আসবাবপত্র ও ইলেকট্রনিকস সামগ্রী মিলিয়ে আরও প্রায় ৫৭ কোটি টাকার অস্থাবর সম্পদের খোঁজ পাওয়া গেছে।
ডিএমপি জানায়, আওয়ামী সরকারের সময় স্বাস্থ্য খাতে ব্যাপক দুর্নীতির অন্যতম হোতা ছিলেন মোতাজ্জেরুল ইসলাম মিঠু। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
বাংলাধারা/এসআর