ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট বলসোনারোর ২৭ বছর কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০১:৫১ দুপুর  

ছবি: সংগৃহিত

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারো অভ্যুত্থানের ষড়যন্ত্রের দায়ে দোষী সাব্যস্ত হয়ে ২৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির সুপ্রিম কোর্টে পাঁচ বিচারপতির মধ্যে চারজন এ রায় দেন। একজন বিচারপতি খালাসের পক্ষে মত দিলেও সংখ্যাগরিষ্ঠ রায়ে সাবেক এই প্রেসিডেন্টের ভাগ্য নির্ধারিত হয়।

আদালতের রায়ে বলা হয়েছে, ২০২২ সালের নির্বাচনে বিজয়ী প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্রসহ একাধিক অভিযোগে বলসোনারো দোষী প্রমাণিত হয়েছেন। ফলে ৭০ বছর বয়সী সাবেক সেনা কর্মকর্তা কার্যত জীবনের বাকি সময় কারাগারেই কাটাতে পারেন।

শুধু বলসোনারো নন, তার ঘনিষ্ঠ কয়েকজন সাবেক মন্ত্রী ও সেনা বাহিনীর শীর্ষ কর্মকর্তাসহ আরও সাতজন একই মামলায় দণ্ডিত হয়েছেন। তবে সব অভিযোগ অস্বীকার করে বলসোনারো দাবি করেছেন, তিনি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। বর্তমানে তিনি গৃহবন্দী রয়েছেন।

এই রায়ের ফলে লাতিন আমেরিকার বৃহত্তম দেশ ব্রাজিলের রাজনৈতিক অঙ্গনে নতুন করে অস্থিরতা তৈরি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। পাশাপাশি যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির সম্পর্কেও টানাপোড়েন বাড়তে পারে। ইতোমধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলসোনারোর সাজায় ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, এ রায় তাকে বিস্মিত ও হতাশ করেছে।

এর আগে গত জুলাইয়ে ট্রাম্প প্রকাশ্যে বলেছিলেন, বলসোনারো রাজনৈতিক প্রতিশোধের শিকার। তখনই তিনি ব্রাজিলের কিছু পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন এবং প্রয়োজনে আরও কঠোর বাণিজ্যনীতি নেওয়ার ইঙ্গিত দেন।

২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন জইর বলসোনারো। তার শাসনামল জুড়ে ডানপন্থী রাজনীতির উত্থান যেমন আলোচিত হয়, তেমনি নানা বিতর্ক ও সমালোচনাও তাকে ঘিরে ছিল। এবার আদালতের রায়ে তার রাজনৈতিক জীবন প্রায় শেষের দিকে ঠেলে দেওয়া হলো বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বাংলাধারা/এসআর