রাশিয়ার ৭.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ১১:০৩ দুপুর

ছবি: সংগৃহিত
রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাটকা উপকূলে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালেই ৭ দশমিক ৪ মাত্রার এ কম্পনে কেঁপে ওঠে অঞ্চলটি।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাটকার প্রধান শহর পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি থেকে প্রায় ১১২ কিলোমিটার পূর্বে এবং এর গভীরতা ছিল প্রায় ৩৯ কিলোমিটার।
ঘটনার পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্র থেকে ৩০০ কিলোমিটারের মধ্যে উপকূলীয় এলাকায় বিপজ্জনক জলোচ্ছ্বাস আছড়ে পড়তে পারে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের জুলাইয়ে একই অঞ্চলে ৮ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল। তখন পুরো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে জারি করা হয়েছিল সুনামি সতর্কতা।
বাংলাধারা/এসআর