দোহায় মুসলিম নেতাদের সম্মেলন: ইসরায়েলি হামলার নিন্দা, কাতারের প্রতি সংহতি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২৫, ০৩:২৮ দুপুর

ছবি: সংগৃহিত
দোহায় হামাস নেতাদের ওপর ইসরায়েলি হামলার পর আরব ও মুসলিম দেশগুলোর শীর্ষ নেতারা একত্র হতে যাচ্ছেন। কাতারের উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং কাতারের প্রতি সংহতি প্রকাশ করা হবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি জানান, সোমবার (১৫ সেপ্টেম্বর) এই শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। তার আগে রোববার মন্ত্রী পর্যায়ের বৈঠকে একটি প্রস্তাবের খসড়া প্রস্তুত করা হবে, যা পরে নেতাদের সম্মেলনে গৃহীত হবে।
সরকারি বার্তা সংস্থা কিউএনএ জানিয়েছে, সম্মেলনের মূল লক্ষ্য হবে, ‘ইসরায়েলি রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিরুদ্ধে স্পষ্ট প্রত্যাখ্যান’ এবং ‘কাতারের পাশে আরব ও ইসলামিক বিশ্বের ঐক্যবদ্ধ অবস্থান’ প্রদর্শন।
ইতিমধ্যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি বৈঠকে যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে দোহায় অবস্থানরত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের উপস্থিতি এখনো নিশ্চিত হয়নি।
গত মঙ্গলবার দোহায় ইসরায়েলের চালানো হামলায় পাঁচ হামাস নেতা ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হন। এ হামলার নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও সংগঠন, এমনকি যুক্তরাষ্ট্রের মিত্র উপসাগরীয় রাজতন্ত্রগুলোও।
কাতার শুধু যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটির আতিথ্য দেয় না, বরং গাজা যুদ্ধের মধ্যস্থতায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। ফলে দোহায় এই সম্মেলন মুসলিম বিশ্বের কূটনৈতিক সংহতির একটি বড় বার্তা হয়ে উঠতে পারে।
বাংলাধারা/এসআর