ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

শুধু কথা দিয়ে ইসরায়েলি বর্বরতা থামবে না : পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২৫, ১০:২৬ দুপুর  

ছবি: সংগৃহিত

দোহার সম্মেলনে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, দীর্ঘকাল ধরে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অনড় সমর্থনই কাতারে ইসরায়েলি হামলার সুযোগ সৃষ্টি করেছে। তিনি সতর্ক করে বলেন, কেবল বাক্যবিনিময় বা নিন্দামাত্রে এই বর্বরতা বন্ধ হবে না; মুসলিম দেশগুলোকে এখন কার্যকর ও ঐক্যবদ্ধ পদক্ষেপ নেয়ার সময় এসেছে।

পেজেশকিয়ান বলেন, সাম্প্রতিক হামলাগুলোর পরও ইসরায়েল নিজেকে নির্ভরযোগ্য ও চাপমুক্ত ভাবছে , যা শক্তি প্রদর্শন নয়, বরং হতাশার প্রকাশ বলেই তিনি আখ্যায়িত করেন। তাঁর ভাষ্য, “কাতারে ইসরায়েলের হামলা শক্তি প্রদর্শন নয়, বরং হতাশার বহিঃপ্রকাশ।” তিনি যুক্তি দেখান, পশ্চিমা প্রতিষ্ঠিত সমর্থন না থাকলে এই আক্রমণগুলো সম্ভব হত না।

প্রেসিডেন্ট আরও বলেন, কাতার, গাজা, লেবানন ও ইরানের ধ্বংসস্তূপ থেকেই একটি নতুন বিশ্বব্যবস্থার জন্ম হতে পারে এবং এই ঘটনার মাধ্যমে মুসলিম বিশ্ব আরও সক্রিয় ও ঐক্যবদ্ধ হবে। তিনি আশ্বস্তকরণ দিয়েছেন যে কোনো আরব বা ইসলামি দেশ জায়নিস্ট শাসনের হামলা থেকে নিরাপদ নয়; তাই একমাত্র একতা ও যৌথ উদ্যোগই বর্তমান অশান্তি মোকাবিলার পথ।

পেজেশকিয়ান শেষবার্তুতে বলেন, “জায়নিস্ট শাসন পশ্চিমা সমর্থন পেয়ে এ আগ্রাসন চালিয়ে যাচ্ছে, যারা এটিকে সমর্থন করছে, তাদের অপরাধও ইতিহাসে লিপিবদ্ধ হবে।” তিনি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে কার্যকর কৌশল গ্রহণে তৎপর হতে আহ্বান জানিয়েছেন।

বাংলাধারা/এসআর