ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২

রাশিয়ার কামচাতকায় শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০২৫, ০১:২৯ দুপুর  

ছবি: সংগৃহিত

রাশিয়ার দূরপ্রাচ্যের কামচাতকা উপকূলে শুক্রবার ভোরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কামচাতকার প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে এবং ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পরপরই যুক্তরাষ্ট্রভিত্তিক প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার সুনামি সতর্কতা জারি করেছে। সতর্কবার্তায় বলা হয়েছে, জাপান, আলাস্কা, হাওয়াই, গুয়ামসহ প্রশান্ত মহাসাগরের কিছু দ্বীপে জলোচ্ছ্বাস আঘাত হানতে পারে।

কামচাতকার স্থানীয় প্রশাসন জানিয়েছে, ৩ থেকে ৪ মিটার উচ্চতার ঢেউ উপকূলে উঠতে পারে। ইতিমধ্যে সেভেরো-কুরিলস্কসহ বেশ কয়েকটি উপকূলীয় এলাকার বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

ইউএসজিএস সতর্ক করে বলেছে, ভূমিকম্পকেন্দ্রের কাছাকাছি এলাকাগুলোতে সুনামির ঝুঁকি সবচেয়ে বেশি। তবে হাওয়াইয়ের দিকে সুনামি ধেয়ে আসবে কি না তা এখনো নিশ্চিত নয়।

এদিকে জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, দেশটির প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ ৩ মিটার উচ্চতার ঢেউ আছড়ে পড়তে পারে।

প্রসঙ্গত, এর আগে গত ১৩ সেপ্টেম্বর একই অঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। সেটির উৎপত্তিস্থল ছিল পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে ১১১ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠ থেকে প্রায় ৪০ কিলোমিটার গভীরে।

বাংলাধারা/এসআর