ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রের ভেটোয় ফের ভেস্তে গেল গাজা যুদ্ধবিরতির প্রস্তাব

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৯:০৭ সকাল  

ছবি: সংগৃহিত

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা যুদ্ধবিরতি নিয়ে আনা সর্বশেষ প্রস্তাব ভেস্তে দিয়েছে যুক্তরাষ্ট্র। এর ফলে টানা দুই বছরে এ নিয়ে ষষ্ঠবারের মতো এমন উদ্যোগ ভেটোর মুখে পড়ল।

প্রস্তাবে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতি, হামাসের হাতে থাকা বন্দিদের মুক্তি এবং মানবিক সহায়তা প্রবেশে সব ধরনের বাধা অপসারণের দাবি জানানো হয়। ১৫ সদস্যের মধ্যে ১৪টি দেশ এর পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্রের ভেটোয় তা বাতিল হয়ে যায়।

ভোটের পর যুক্তরাষ্ট্রের উপ-মধ্যপ্রাচ্যবিষয়ক দূত মরগান অরটাগাস বলেন, প্রস্তাবে হামাসের নিন্দা করা হয়নি এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়নি। তার দাবি, প্রস্তাবটি হামাসের “মিথ্যা বয়ানকে বৈধতা” দিয়েছে।

অন্যদিকে, ফিলিস্তিনের জাতিসংঘ দূত রিয়াদ মনসুর এ ভেটোকে “দুঃখজনক ও বেদনাদায়ক” বলে মন্তব্য করেন। তিনি বলেন, নিরাপত্তা পরিষদ গণহত্যার মুখে বেসামরিক নাগরিকদের রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হলো। পাকিস্তান, আলজেরিয়া ও ডেনমার্কসহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা যুক্তরাষ্ট্রের অবস্থানে তীব্র প্রতিক্রিয়া জানান।

জাতিসংঘের মানবিক সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের চলমান অভিযানে গাজার মানবিক পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। হাজার হাজার মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। এ পর্যন্ত ৬৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন অন্তত ৪৩৫ জন।

আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, এই ভেটোর ফলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আরও বেশি বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং জাতিসংঘের কার্যকারিতা নিয়ে নতুন প্রশ্ন উঠেছে।

বাংলাধারা/এসআর