ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রে এইচ-ওয়ানবি ভিসায় নতুন নিয়ম: বাড়তি খরচে চাপ বিদেশি কর্মীদের

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০২:১০ দুপুর  

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রে দক্ষ বিদেশি কর্মীদের প্রবেশ আরও ব্যয়বহুল হতে যাচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নতুন এক নির্বাহী আদেশে ঘোষণা দিয়েছেন, এখন থেকে এইচ-ওয়ানবি ভিসার জন্য আবেদন করতে অতিরিক্ত এক লাখ ডলার দিতে হবে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ১ কোটি ২১ লাখ ৭০ হাজার টাকা। শুক্রবার ওভাল অফিসে এই সিদ্ধান্তের ঘোষণা দেন তিনি। খবর-বিবিসির।

এইচ-ওয়ানবি ভিসা প্রোগ্রামের মাধ্যমে প্রতিবছর ভারত ও চীনসহ বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে প্রবেশ করে থাকেন। তবে ট্রাম্প প্রশাসনের দাবি, বিদেশি কর্মীরা মার্কিন নাগরিকদের কর্মসংস্থানের ওপর চাপ তৈরি করছে।

এ সময় মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক ট্রাম্পের পাশে উপস্থিত ছিলেন। তিনি বলেন, “এই ভিসার জন্য বছরে এক লাখ ডলার গুনতে হবে। বড় বড় কোম্পানি এই প্রক্রিয়ায় সম্মত। আমাদের দেশে যোগ্য গ্র্যাজুয়েটরা রয়েছে, তাদের প্রশিক্ষণ দাও, বাইরের লোক এনে আমাদের চাকরি কেড়ে নেওয়া বন্ধ করো।”

তবে সমালোচকেরা বলছেন, এ পদক্ষেপ যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কসহ অনেকেই মনে করেন, এইচ-ওয়ানবি ভিসা বিশ্বসেরা প্রতিভাবানদের আমেরিকায় নিয়ে আসার সুযোগ তৈরি করে, যা দেশটির উদ্ভাবনী শক্তিকে আরও এগিয়ে দেয়।

এখন পর্যন্ত এই ভিসার প্রশাসনিক ফি বাবদ খরচ হতো প্রায় ১ হাজার ৫০০ ডলার। ২০০৪ সাল থেকে এ কর্মসূচির আওতায় প্রতিবছর সর্বোচ্চ ৮৫ হাজার বিদেশি নাগরিককে যুক্তরাষ্ট্রে কাজের অনুমতি দেওয়া হয়ে আসছে।

ট্রাম্প প্রশাসনের দাবি, অতিরিক্ত ফি আরোপের মাধ্যমে এইচ-ওয়ানবি ভিসার অপব্যবহার রোধ হবে এবং দেশীয় কর্মীদের জন্য কর্মসংস্থান নিশ্চিত হবে। ফি পরিশোধ না করলে বিদেশিদের আর যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হবে না।

বাংলাধারা/এসআর