বিএনপি উড়ে এসে জুড়ে বসেনি, লড়াই-সংগ্রামের মধ্যেই গড়ে উঠেছে : ফখরুল
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৪:৫৫ দুপুর

ছবি: সংগৃহিত
কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে শনিবার (২০ সেপ্টেম্বর) দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপির বিরুদ্ধে নানা ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। তবে বিএনপি এমন কোনো দল নয়, “যারা উড়ে এসে জুড়ে বসেছে। আমাদের দল লড়াই-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।”
তিনি বলেন, আগামী নির্বাচন এবং রাষ্ট্র পরিচালনার সুযোগ কাজে লাগাতে বিএনপি প্রস্তুত। ফখরুল আরও বলেন, “একাত্তরে ভিন্ন অবস্থানে থাকা দল, এমনকি সম্প্রতি প্রতিষ্ঠিত দলগুলোও বিএনপি নিয়ে কথা বলে। কিন্তু আমাদের দল হলো ফিনিক্স পাখির মতো; ভেঙে ফেলার প্রচেষ্টা করা হয়েছে, কিন্তু সফল হয়নি। বরং ষড়যন্ত্রকারীরাই ফিরে গেছে।”
ফখরুল স্পষ্ট করে বলেন, “আমাদের স্লোগান কোনো নেতার নামে নয়, স্লোগান হবে জাতীয় নেত্রী জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের নামে।”
বাংলাধারা/এসআর