ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

যুক্তরাষ্ট্রের রিপোর্টে বাংলাদেশের জন্য আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির ৮ পরামর্শ

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২৫, ০৫:০০ বিকাল  

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সম্প্রতি প্রকাশিত ফিসক্যাল ট্রান্সপারেন্সি রিপোর্ট-২০২৫ এ বাংলাদেশের আর্থিক খাতের স্বচ্ছতা উন্নয়নের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, আন্তর্জাতিক মানদণ্ডে বাজেট প্রক্রিয়া ও আর্থিক প্রতিবেদনের স্বচ্ছতা নিশ্চিত করার ক্ষেত্রে বাংলাদেশকে বিশেষ কিছু পদক্ষেপ নিতে হবে।

রিপোর্টে উল্লেখ করা হয়, পর্যালোচনার সময়ে দেশের বাজেট প্রণয়নের দায়িত্ব পালন করেছে একটি অরাজনৈতিক অন্তর্বর্তীকালীন সরকার (আইজি)। আইজি পূর্ববর্তী সরকারের বাজেট প্রস্তাব ও বাস্তবায়ন পদ্ধতির ওপর নির্ভর করলেও, আর্থিক স্বচ্ছতা বৃদ্ধির জন্য কিছু উল্লেখযোগ্য সংস্কারও শুরু করেছে। যেমন, প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত সমস্ত ক্রয় প্রক্রিয়া উন্মুক্ত ও স্বচ্ছ করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং পূর্ববর্তী সরকারের চলমান সরাসরি সমঝোতাগুলি স্থগিত করা হয়েছে।

তবে, আরও কার্যকর আর্থিক স্বচ্ছতার জন্য বাংলাদেশকে কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে। রিপোর্টে সেগুলি হলো:

বছরের শেষ হিসাব প্রতিবেদন দ্রুত এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকাশ করা।

বাজেট নথি আন্তর্জাতিক মান অনুযায়ী প্রস্তুত করা।

নির্বাহী বিভাগের ব্যয় আলাদাভাবে প্রদর্শন করা।

রাজস্ব আয় ও ব্যয়ের পূর্ণাঙ্গ চিত্র বাজেটে উপস্থাপন করা।

আন্তর্জাতিক মান অনুযায়ী সর্বোচ্চ নিরীক্ষা কর্তৃপক্ষের স্বাধীনতা নিশ্চিত করা।

প্রস্তাবনা ও বিস্তারিত তথ্যসহ সময়মতো পূর্ণাঙ্গ নিরীক্ষা প্রতিবেদন প্রকাশ করা।

প্রাকৃতিক সম্পদ আহরণ সংক্রান্ত চুক্তির তথ্য প্রকাশ করা।

সরকারি ক্রয়ের বিস্তারিত তথ্য উন্মুক্ত করা।

রিপোর্টে সতর্ক করা হয়েছে, এই পদক্ষেপগুলো কার্যকরভাবে গ্রহণ করলে বাংলাদেশ শুধু আর্থিক স্বচ্ছতায় উন্নীত হবে না, আন্তর্জাতিক বিনিয়োগের জন্যও আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

বাংলাধারা/এসআর