বিএনপির দুই শতাধিক নেতাকে প্রার্থীতার সবুজ সংকেত
প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২৫, ১১:৩৮ দুপুর

ছবি: সংগৃহিত
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অনানুষ্ঠানিকভাবে প্রার্থীর তালিকা চূড়ান্ত করছে বিএনপি। ইতোমধ্যে দুই শতাধিক নেতাকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। আরও ৫০টির মতো আসনে যাচাই-বাছাই চলছে। সমমনা দল ও জোটকে আসন দেওয়ার পর বাকি প্রার্থীদের বিষয়ে সিদ্ধান্ত হবে। একই সঙ্গে শুরু হয়েছে ইশতেহার প্রণয়নের কাজ।
দলীয় সূত্র জানায়, মাঠ জরিপ ও তৃণমূলের মতামতের ভিত্তিতে তালিকা তৈরি করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরাসরি প্রার্থীদের নির্বাচনী প্রস্তুতি নিতে নির্দেশ দিচ্ছেন। যেসব আসনে একাধিক প্রার্থী রয়েছেন, সেখানে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিচ্ছেন তিনি।
ঢাকায় নিশ্চিত হওয়া আসনের মধ্যে রয়েছেন- ঢাকা-৪ এ তানভীর আহমেদ রবীন, ঢাকা-৮ এ মির্জা আব্বাস, ঢাকা-১৩ এ ববি হাজ্জাজ, ঢাকা-১৬ এ আমিনুল হক ও ঢাকা-১৭ এ আন্দালিব রহমান পার্থ। রাজধানীর বাইরে পঞ্চগড়, কুড়িগ্রাম, পাবনা, চুয়াডাঙ্গা, যশোর, খুলনা, ভোলা, বরিশাল, ফরিদপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেটের কয়েকটি আসনে প্রার্থীদের সবুজ সংকেত দেওয়া হয়েছে।
স্থায়ী কমিটির শীর্ষ নেতাদের আসন নিশ্চিত হলেও এবার তরুণ নেতৃত্বকেও অগ্রাধিকার দেওয়া হবে। ছাত্রদলের সাবেক কয়েকজন সভাপতি মনোনয়ন পেতে পারেন।
দলীয় সিদ্ধান্ত মেনে না চললে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বিএনপি। সব মিলিয়ে দুই শতাধিক সম্ভাব্য প্রার্থী ইতোমধ্যেই নির্বাচনী মাঠে কাজ শুরু করেছেন।
বাংলাধারা/এসআর