ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিল ফ্রান্স, জোরালো হচ্ছে আন্তর্জাতিক সমর্থন

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:৪০ দুপুর  

ছবি: সংগৃহিত

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল ফ্রান্স। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগালের পর এবার ফ্রান্সের এই সিদ্ধান্ত ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক সমর্থনকে আরও শক্তিশালী করল।

সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন শুরু হওয়ার আগে বিশেষ শীর্ষ সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ ঘোষণা দেন।

এসময় তিনি জানান, ফিলিস্তিনকে স্বীকৃতি প্রদানকারী দেশগুলোর সারিতে অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, মনোকো ও সান মারিনোর নামও যুক্ত হয়েছে। মাখোঁ বলেন, “আমরা আর দেরি করতে পারি না। ফিলিস্তিনে শান্তি ফেরানোর সময় এখনই। দ্বি-রাষ্ট্রীয় সমাধান ছাড়া স্থায়ী শান্তি সম্ভব নয়।”

ফরাসি প্রেসিডেন্ট আরও ইঙ্গিত দেন যে, স্পেন, আয়ারল্যান্ড, নরওয়ে ও সুইডেনও একই পথে অগ্রসর হচ্ছে। ফলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক ধারা আরও গতি পাচ্ছে।

এর আগের দিন রোববার যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও পর্তুগাল ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়। এতে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে চার দেশ এখন ফিলিস্তিনকে স্বীকৃতি দিল। উল্লেখযোগ্যভাবে, ১৯৮৮ সালেই রাশিয়া ও চীন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। একই সময়ে বাংলাদেশও আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান করে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের অচলাবস্থা কাটিয়ে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই ধারাবাহিক পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের পথে নতুন আশার সঞ্চার করছে।

বাংলাধারা/এসআর