ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

আখতারের ওপর ডিম নিক্ষেপকে ‘অনাকাঙ্ক্ষিত’ বললেন প্রেসসচিব

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৩, ২০২৫, ১০:৪৭ দুপুর  

ছবি: সংগৃহিত

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনাকে ‘অনাকাঙ্ক্ষিত’ হিসেবে আখ্যায়িত করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। সোমবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় রাতে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এই বিষয়টি ইতোমধ্যে কনস্যুলেট ও পররাষ্ট্র মন্ত্রণালয় দেখছে।

প্রেসসচিব জানান, ওই দিন প্রধান উপদেষ্টা জাতিসংঘ সদর দফতরে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আয়োজিত সামাজিক ব্যবসা বিষয়ক এক সভায় বক্তব্য রাখেন এবং পরে আরেকটি অনুষ্ঠানে যোগ দেন। ব্যস্ত দিনের মধ্যেই তাকে এসডিজি অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়, যা তিনি ছাড়াও আরও দুইজন পান।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শফিকুল আলম আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন। তিনি জানান, ভারতের মার্কিন রাষ্ট্রদূত এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন যে বাংলাদেশ নির্বাচনের জন্য মোটামুটি প্রস্তুত এবং অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজন করা হবে। যুক্তরাষ্ট্রও এ প্রক্রিয়ায় সহযোগিতার আশ্বাস দিয়েছে। বৈঠকে সার্ক পুনরুজ্জীবন, নেপাল ও ভুটানের সঙ্গে সম্পর্ক জোরদার, আসিয়ানের সদস্যপদ অর্জনের চেষ্টা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণ নিয়েও আলোচনা হয়। প্রেসসচিবের দাবি, সার্জিও গোর মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগী হওয়ায় আলোচনার বিষয়গুলো সরাসরি প্রেসিডেন্টের কাছে পৌঁছে যাবে।

এদিকে নিউইয়র্কের কেনেডি বিমানবন্দর থেকে বের হওয়ার সময় আখতার হোসেনকে লক্ষ্য করে আওয়ামী লীগের নেতাকর্মীরা ডিম নিক্ষেপ করেন এবং সে সময় তারা ‘জয় বাংলা’ স্লোগান দেন। আখতারের সঙ্গে তখন ছিলেন এনসিপির যুগ্ম আহ্বায়ক তাসনিম জারা। কাছাকাছি অবস্থান করছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এই ঘটনা ঘিরে দেশি-বিদেশি রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনা-সমালোচনা চলছে।

বাংলাধারা/এসআর