ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

বিশ্বনেতাদের প্রতিবাদ সত্ত্বেও গাজায় অব্যাহত ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২৫, ১০:৩১ দুপুর  

ছবি: সংগৃহিত

জাতিসংঘের সাধারণ অধিবেশনের এবারের আলোচনার কেন্দ্রবিন্দু ফিলিস্তিনের গাজা পরিস্থিতি। গণহত্যা বন্ধ এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তি-এই দুই বিষয় নিয়েই বিশ্বনেতাদের অধিকাংশ বক্তব্য ঘুরপাক খাচ্ছে। আরব ও মুসলিম বিশ্বের নেতারা গাজার ওপর ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছেন, অন্যদিকে পশ্চিমা নেতারা জিম্মিদের মুক্তির দাবি তুললেও গণহত্যা বন্ধের প্রশ্নে একমত কণ্ঠ শোনা যাচ্ছে না।

কূটনৈতিক অঙ্গনে এমন চাপের মধ্যেও থামছে না ইসরায়েলি বাহিনীর হামলা। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) থেকে পরপর দুই দিন গাজায় চালানো আক্রমণে অন্তত ৮৫ জনের প্রাণহানি ঘটেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, আল-আহলি স্টেডিয়াম এবং নুসেইরাত শরণার্থী শিবির ছিল হামলার প্রধান লক্ষ্য। বিশেষ করে নুসেইরাত শিবিরে আশ্রয় নিয়েছিলেন বাস্তুচ্যুত হাজারো মানুষ। সেখানে নির্বিচারে বোমাবর্ষণ ভয়াবহ মানবিক বিপর্যয় ডেকে এনেছে।

২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এই যুদ্ধে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ৬৫ হাজার ৪১৯ ফিলিস্তিনি। আহত হয়েছেন আরও ১ লাখ ৬৭ হাজারের বেশি। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর ধারণা, ধ্বংসস্তূপের নিচে এখনো অগণিত মানুষ চাপা পড়ে আছেন। কিন্তু উদ্ধারকাজে স্বেচ্ছাসেবকদের বাধা দিচ্ছে ইসরায়েলি সেনারা।

গাজার চলমান পরিস্থিতি আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগ সৃষ্টি করলেও বাস্তবে হামলার তীব্রতা কমছে না; বরং প্রতিদিনই নতুন করে রক্তাক্ত হচ্ছে ফিলিস্তিন।

বাংলাধারা/এসআর