ঢাকা, শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ১ কার্তিক ১৪৩২

সৌহার্দ্য-সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:০৫ দুপুর  

ছবি: সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা সর্বত্র ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক ভিডিওবার্তায় তিনি বলেন, “বাংলাদেশসহ বিশ্বের হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হচ্ছে। এ উপলক্ষে আমি বাংলাদেশের হিন্দু সম্প্রদায়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে নিজ নিজ ধর্ম পালন করবে- এটাই আমাদের দেশীয় সংস্কৃতির সৌন্দর্য ও ঐতিহ্য।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের রাষ্ট্র ও সংবিধানে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার রয়েছে। পবিত্র হাদিসেও এ ব্যাপারে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো অমুসলিম নাগরিকের অধিকার খর্ব করা বা অন্যায়ভাবে কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে না। এমন অন্যায়ের বিরুদ্ধে কেয়ামতের দিন মহানবী (সা.) স্বয়ং অবস্থান নেবেন বলে হাদিসে উল্লেখ আছে।”

তারেক রহমান মনে করেন, ভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ব বাংলাদেশের চিরায়ত বৈশিষ্ট্য। তিনি বলেন, “ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের একজন নাগরিক হিসেবে অপর নাগরিকের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। বিশেষ করে শারদীয় উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের সাম্প্রদায়িক উত্তেজনা বা অস্থিরতা যাতে সৃষ্টি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার আহ্বান জানাই।”

হিন্দু সম্প্রদায়ের প্রতি বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আপনারা নিশ্চিন্তে, নিরাপদে এবং উৎসাহ-উদ্দীপনার সঙ্গে সারাদেশে দুর্গাপূজা উদযাপন করুন। সৌহার্দ্য ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিন সর্বত্র। ধর্ম যার যার, রাষ্ট্র সবার- এ বিশ্বাসে বিএনপি সবসময় অটল।”

সবশেষে তিনি আবারও বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি বিএনপি এবং ব্যক্তিগত পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার আন্তরিক শুভেচ্ছা জানান।

বাংলাধারা/এসআর