ইয়েমেনে পাকিস্তানি জাহাজে ইসরায়েলের ড্রোন হামলা, ক্রুরা নিরাপদ
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০১:১১ দুপুর

ছবি: সংগৃহিত
ইসরায়েলের ড্রোন হামলার শিকার হলো পাকিস্তানি নাবিকদের বহনকারী একটি জ্বালানি ট্যাঙ্কার। ইয়েমেনের হুতি-নিয়ন্ত্রিত রাস ইসা বন্দরে অবস্থানকালে ট্যাঙ্কারটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। জাহাজটিতে ছিলেন ২৪ পাকিস্তানি, দুজন শ্রীলঙ্কান ও একজন নেপালি নাবিক। ট্যাঙ্কারের ক্যাপ্টেনও পাকিস্তানি নাগরিক।
শনিবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নকভি বিষয়টি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন। তিনি জানান, হামলার পর জাহাজে বিস্ফোরণ ঘটে, তবে ক্রুরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এর কিছুক্ষণ পর হুতি বিদ্রোহীদের নৌযান ট্যাঙ্কার থামিয়ে ক্রুদের জাহাজেই আটক করে রাখে।
পরে সৌদি আরব ও ওমানের সহায়তায় ট্যাঙ্কারটি মুক্ত হয়ে ইয়েমেনের জলসীমার বাইরে চলে যায়। নকভি বলেন, “আমাদের নাগরিকদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে নিরাপত্তা সংস্থা ও কূটনৈতিক মিশনের কর্মকর্তারা নিরলস পরিশ্রম করেছেন। তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।”
এর আগে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্রুরা সবাই সুস্থ আছেন এবং ট্যাঙ্কার বর্তমানে নিরাপদ জলসীমায় প্রবেশ করেছে। ঘটনার পরপরই ইয়েমেনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও পাকিস্তানি দূতাবাসগুলো জরুরি যোগাযোগ স্থাপন করে। পাশাপাশি ক্রুদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার বিষয়টিও নিশ্চিত করা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ট্যাঙ্কারটি এখন বন্দরের বাইরে যাত্রা অব্যাহত রেখেছে এবং সব নাবিক নিরাপদ আছেন।
বাংলাধারা/এসআর