ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন
প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫, ১২:০০ দুপুর
_20250930120034_original_31.webp)
ছবি: সংগৃহিত
সোমবার (২৯ সেপ্টেম্বর) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওভাল অফিসে উপস্থাপিত ২০ দফার প্রস্তাবে সম্মতি জানিয়ে গাজায় যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির পথ খোলা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই পরিকল্পনা বাস্তবায়নের শর্তে প্রথম ধাপে ভবিষ্যৎ কৌশল ও সময়সীমা নির্ধারিত রয়েছে।
নেতানিয়াহু জানান, যুদ্ধ বন্ধে প্রথম পদক্ষেপ হবে ‘সাধারণ প্রত্যাহার’ এবং এর পর ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েল প্রত্যক্ষভাবে তাদের সকল বন্দিকে মুক্তি দেবে। পরবর্তী ধাপে একটি আন্তর্জাতিক সংস্থা গঠন করা হবে, যার কাজ হবে হামাসকে সম্পূর্ণভাবে নিরস্ত্রীকরণ এবং গাজা অঞ্চলকে সামরিকীকরণ করা, যাতে ভবিষ্যতে সহিংসতা আর বড় পরিসরে ছড়াতে না পারে। তিনি আরও বলেন, যদি ওই সংস্থাটি সফলভাবে তার লক্ষ্য সম্পন্ন করতে পারে, তাহলে তা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দিকে অনেক বড় পদক্ষেপ হবে।
প্রস্তাব অনুযায়ী গাজার প্রশাসন সরাসরি হামাসের নিয়ন্ত্রণে থাকবে না; বরং যুক্তরাষ্ট্র, ইউরোপ ও আরব দেশসমূহের অংশগ্রহণে একটি অন্তর্বর্তী প্রশাসন গঠনের প্রস্তাব রাখা হয়েছে। এই অন্তর্বর্তী ব্যবস্থাপনার প্রধান দায়িত্ব পালন করবেন ডোনাল্ড ট্রাম্প, দাবি করা হয়েছে প্রস্তাবে। একই সঙ্গে জোর দেওয়া হয়েছে, গাজার বাসিন্দারা তাদের ভূমি ও বাড়ি ছাড়তে হবে না; বাস্তুচ্যুতির কোনো উদ্যোগ নেয়া হবে না।
তবে, এখন পর্যন্ত হামাসের তরফ থেকে ট্রাম্পের এই প্রস্তাবের বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি; তাদের উত্তর পেলেই পরিস্থিতি কিভাবে এগোবে তা পরিষ্কার হবে।
বাংলাধারা/এসআর